SCORE

Trending Now

অজিদের সহকারী কোচের ভূমিকায় পন্টিং

কোচ হিসেবে রিকি পন্টিংকে পাওয়ার জন্য অস্ট্রেলিয়া কতটা মরিয়া, যেটা বোঝা যাচ্ছিল গত কিছুদিন ধরেই। এমনও চাউর হয়েছিল, পন্টিংকে ড্যারেন লেম্যানের উত্তরসূরি করতে রীতিমতো উঠেপড়ে লেগেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এবার আরও এক কাঠি সরেস হয়ে বসেছে সিএ। এখনই পন্টিংকে নিজেদের সহকারী কোচের দায়িত্ব অর্পণ করেছে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটি।

অজিদের সহকারী কোচের ভূমিকায় পন্টিং

সফলভাবে অ্যাশেজ শেষ করে আপাতত স্বস্তিতে সময় কাটানো অস্ট্রেলিয়ার পরবর্তী মিশন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। আর ঐ সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেম্যানের সহকারীর ভূমিকায় থাকবেন সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান রিকি পন্টিং।

Also Read - ভারতীয় ক্রিকেট বোর্ডে আয়কর কর্তাদের অভিযান

যে দলকে একসময় নেতৃত্ব দিয়েছেন, সেই দলের দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পন্টিং। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি দুর্দান্ত একটি সিরিজ হবে। গত বছর শ্রীলঙ্কায় এই দলের সঙ্গে কাজ আমি দারুণ উপভোগ করেছি। ড্যারেন, ট্রয় (ট্রয় কোলি) আর ম্যাথুর (ম্যাথু মট) সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না।’

গত কিছুদিন ধরেই পন্টিংকে কোচ বানানোর পরিকল্পনা করছিল অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের মতো জনপ্রিয় আসরকে সামনে রেখেই তাকে কোচ করতে চায় অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতদিন দুই বছর পর পর টি-২০ বিশ্বকাপ মাঠে গড়ালেও আগামী আসরে দুটি আয়োজনের মধ্যবর্তী দুরত্ব থাকবে ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর। আর তাই আগামী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে, যার আয়োজক দেশ খোদ অস্ট্রেলিয়া।

ঐ আসরকে লক্ষ্য করেই পন্টিংকে নিজেদের প্রধান কোচের ভূমিকায় রাখতে চাইছে সিএ। অস্ট্রেলিয়ার বর্তমান কোচ ড্যারেন লেম্যান দলটির দায়িত্ব ছাড়বেন ২০১৯ সালে। অজিদের সাথে এই হাই প্রোফাইল কোচ চুক্তি নবায়ন করতে আগ্রহী না হওয়ায় ২০১৯ সালের অ্যাশেজের মাধ্যমে শেষ হবে তার দায়িত্ব। লেম্যানের পরবর্তী কোচকে খুঁজে পেতে যাতে বেগ পেতে না হয়, এজন্য এখন থেকেই অনুসন্ধান শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর অনুসন্ধানে প্রাপ্ত ফলাফলে সবার আগে আসছে পন্টিংয়ের নামই।

আরও পড়ুনঃ ‘হতাশার চেয়ে বেশি ছিল চ্যালেঞ্জ’

Related Articles

ইংলিশ কাউন্টিতে খেলবেন স্মিথ-ওয়ার্নার!

জুন থেকে টাইগারদের ব্যস্ত সূচি

অধিনায়ক হতে আপত্তি নেই ফিঞ্চের

নতুন ভূমিকায় স্মিথ

আবারও লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া