SCORE

Trending Now

অবশেষে টেস্ট দলেও ফিরলেন স্টোকস

Share Button

কুকর্মে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন এই টেস্ট দল থেকে বাদ পড়ার মাধ্যমে। তাও যেটি কিনা ছিল অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ আসর। অ্যাশেজে অজিদের বিপক্ষে দলের অন্যতম সেরা অস্ত্র স্টোকস বিহীন ইংল্যান্ড দলের পারফরমেন্স কতটা দৃষ্টিকটু ছিল, সে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ফর্মে ফিরতে মরিয়া ইংল্যান্ড দল হয়ত অবশেষে বুঝতে পেরেছে স্টোকসের গুরুত্ব! আর তাই নিউজিল্যান্ড বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা দেওয়া হয়েছে অলরাউন্ডার বেন স্টোকসকে।

অবশেষে টেস্ট দলেও ফিরলেন স্টোকস

নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড স্বাগতিকদের বিপক্ষে খেলবে দুটি টেস্ট। ২২ মার্চ শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অকল্যান্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্মান হারানো ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করে ট্র্যাকে ফিরতে মরিয়া। আর তাই পরিপূর্ণ প্রস্তুতির কথা মাথায় রেখে দল ঘোষণাও হয়েছে আগেভাগে।

Also Read - টি-২০ লিগ আয়োজন করছে আফগানিস্তান

ঘোষিত ১৬ সদস্যের দলটিতে একেবারে নতুন মুখ লিয়াম লিভিংস্টোন। ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ইতিপূর্বে জাতীয় দলের পক্ষে দুটি টি-২০ ম্যাচ খেললেও মর্যাদার টেস্ট পোশাক এখনও গায়ে জড়ানো হয়নি। কাউন্টি ক্রিকেটে ভালো পারফরমেন্সের ফলস্বরূপ নির্বাচকদের সুদৃষ্টি কেড়ে নিয়েছেন তিনি। ইনজুরি সারিয়ে দলে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড। তবে অ্যাশেজের ব্যর্থতায় দল থেকে বাদ পড়তে হয়েছে গ্যারি ব্যাল্যান্স, জ্যাক বল ও টম কারানকে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুটি ওয়ানডে, তিনটি টি-২০ ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। মাসব্যাপী সফর শেষ হবে আগামী মার্চে।

একনজরে নিউজিল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের ঘোষিত টেস্ট দল:

জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, বেন ফোকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

আরও পড়ুনঃ সরাসরি দেখা যাবে যুব বিশ্বকাপের যেসকল খেলা

Related Articles

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

র‍্যাংকিংয়ে পরিবর্তন দিয়ে শেষ হল অ্যাশেজ

অবশেষে ফিরলেন স্টোকস

পিটারসেনের অবসরের সিদ্ধান্ত

এবার কাঠগড়ায় মেলবোর্নের পিচ

Leave A Comment