ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে মুখিয়ে থাকে ক্রিকেটাররা। বিশাল অর্থ পাশাপাশি দুনিয়া সেরা ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করার সুযোগ থাকে। তবে আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিকেটার মিচেল মার্শ।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতেই মার্শের এই সিদ্ধান্ত। আগের বছর এক মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে রাইজিং পুনে সুপার জায়ান্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন মার্শ। দল খেলেছিল ফাইনালে। তবে আইপিএলের ১১তম আসরে দেখা যাবে না মার্শকে। এই প্রসঙ্গে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘অর্থের দিক বিবেচনা করলে এটা খুব বড় একটি সিদ্ধান্ত। তবে আমার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত টেস্ট খেলা। আইপিএল একটি বড় আকর্ষণ-অর্থ ও ভারতে খেলা, তবে আমি আমার ক্রিকেটকে ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
টেস্ট ক্রিকেটেই মনযোগ দিতে চান মার্শ। চলতি অ্যাশেজের মেলবোর্ন টেস্টে দলের পরাজয় এড়াতে বড় ভূমিকা পালন করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ইনিংসে ১৬৬ বলে ২৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলে দলকে ড্র উপহার দেন। এবারের অ্যাশেজ ইতোমধ্যে অস্ট্রেলিয়া জিতে নিয়েছে। তবে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজেই চোখ মিচেল মার্শের। আইপিএল না খেলে ইংলিশ কাউন্টিতে খেলবেন মার্শ। ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২৩ টেস্টের ৩৮ ইনিংসে ব্যাট করে ২৭.০৬ গড়ে ৮৯৩ রান করেছেন মার্শ। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৯ টি উইকেট। অন্যদিকে ৪৮ টি একদিনের ম্যাচে ৩৫.৪৮ গড়ে গড়েছেন ১৩১৬ রান। পাশাপাশি ৪৫ ইনিংসে বল করে নিয়েছেন ৪১ টি উইকেট। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে মার্শের পারফরম্যান্স সবচেয়ে ভালো। দেশ-বিদেশের ঘরোয়ার লিগে ৬৪টি ম্যাচের ৫৭ ইনিংসে ব্যাট করে ৩২.১৯ গড়ে করেছেন ১০৬২ রান। স্ট্রাইকরেট ১২৪। পাশপাশি ৫০ ইনিংসে বল করে নিয়েছেন ৪০ টি উইকেট।
[আরও পড়ুনঃ এবার অজিদের কোচের ভূমিকায় রিকি পন্টিং?]