SCORE

Trending Now

‘আসলে এটা হবে আমার সাবেক দল বাংলাদেশ’

বাংলাদেশ ক্রিকেটে বড় বড় সব সাফল্য এসেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের আমলে। চার বছর মাশরাফি-সাকিবদের সাথে ছিলেন হাথুরুসিংহে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের পর কোচ থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর যুক্ত হোন  শ্রীলঙ্কা দলের সাথে। এদিকে ত্রিদেশীয় সিরিজ ও বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায়। আগামীকাল (১৫ জানুয়ারি) শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এর পূর্বে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে স্মৃতি রুমন্থন করেছেন হাথুরুসিংহে।

 

Also Read - ‘হাথুরুসিংহেকে আমার স্যালুট'

গত কয়েক বছরে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। যার বেশিরভাগই হাথুরুসিংহের আমলে। দেশের বাইরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় বড় আসরেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজ বাহিনী। পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানোর সুখস্মৃতি আছে টাইগারদের। সংবাদ সম্মেলনে তাই হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল ও কঠিন প্রতিপক্ষ।’

গত তিন বছরে ঘরের মাঠে ইংল্যান্ড ছাড়া সব দ্বি-পাক্ষিক একদিনের সিরিজে জিতেছিল বাংলাদেশ। তা উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, ‘গত সাড়ে তিন বছর আমরা ঘরের মাঠে একটি ছাড়া সবগুলো সিরিজই জিতেছি।’ সাথে সাথেই নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আসলে এটা হবে আমার সাবেক দল বাংলাদেশ।’

হাথুরুসিংহের আমলে সৌম্য সরকার তাসকিন আহমেদ বাজে পারফর্ম করলেও দলে সুযোগ পেত! গুঞ্জন এই দুই ক্রিকেটার হাথুরুসিংহের প্রিয় ক্রিকেটারদের তালিকায় ছিলেন।  বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে হাথুরুসিংহে নিজেকে সরিয়ে নেবার পর জাতীয় দল বাদ পড়েছেন এই দুই ক্রিকেটারও। এমন বিষয়ে হাথুরু বলেন, ‘না, তা কেন হবে? শুধু সৌম্য আর তাসকিনই আমার প্রিয় ক্রিকেটার ছিলেন, কে বললো। বাংলাদেশ দলে আরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা ভালো খেলেছেন, তারা সবাই আমার প্রিয়।’

এদিকে হাথুরুসিংহের অবদানকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘হাথুরুসিংহেকে আমার স্যালুট। গত তিন বছরের বেশি সময় তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের ভালো খেলার পেছনে তার অবদান যথেষ্ঠ।’

[আরও পড়ুনঃ আইপিএলে সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি]

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

মুমিনুলের চোখে হাথুরুই সেরা কোচ

সাকিবের অন্তর্ভুক্তি চাপ মনে করছেন না হাথুরু

কোচ না পাওয়ার পেছনে আইপিএলের দায় দেখছেন নাফীস

শ্রীলঙ্কা— যেন ক্রিকেটের বার্সেলোনা!

হাথুরু প্রসঙ্গ উঠতেই বিরক্তি প্রকাশ তামিমের

Leave A Comment