SCORE

সর্বশেষ

এবার অজিদের কোচের ভূমিকায় রিকি পন্টিং?

ভালো ক্রিকেটাররা ক্রিকেট ছাড়ার পর দক্ষ ক্রিকেট বিশ্লেষক হয়ে যান। কিংবা এদের ক্রিকেট গবেষকও বলা যায়। সেই ব্যাপারটি ঘটেছিল রিকি পন্টিংয়ের ক্ষেত্রেও। তীক্ষ্ণ ক্রিকেট জ্ঞান আর বিচক্ষণতা কাজে লাগিয়ে রিকি পন্টিং অবসরের পরও জানান দিচ্ছেন তার ক্রিকেট বিষয়ক দক্ষতা।

এবার অজিদের কোচের ভূমিকায় রিকি পন্টিং?

তবে রিকি পন্টিংয়ের নামের পাশে এবার যুক্ত হতে পারে নতুন একটি ভূমিকা। আর সেটি হল- ‘কোচ’!

Also Read - বিতর্কে জড়িয়ে সাব্বিরের ক্ষতি কোটি টাকা!

টি-২০ বিশ্বকাপের মতো জনপ্রিয় আসরকে সামনে রেখে রিকি পন্টিংকে কোচ করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতদিন দুই বছর পর পর টি-২০ বিশ্বকাপ মাঠে গড়ালেও আগামী আসরে দুটি আয়োজনের মধ্যবর্তী দুরত্ব থাকবে ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর। আর তাই আগামী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে, যার আয়োজক দেশ খোদ অস্ট্রেলিয়া।

ঐ আসরকে লক্ষ্য করেই পন্টিংকে নিজেদের প্রধান কোচের ভূমিকায় রাখতে চাইছে সিএ। অস্ট্রেলিয়ার বর্তমান কোচ ড্যারেলন ল্যামেন দলটির দায়িত্ব ছাড়বেন ২০১৯ সালে। অজিদের সাথে এই হাই প্রোফাইল কোচ চুক্তি নবায়ন করতে আগ্রহী না হওয়ায় ২০১৯ সালের অ্যাশেজের মাধ্যমে শেষ হবে তার দায়িত্ব। ল্যামের পরবর্তী কোচকে খুঁজে পেতে যাতে বেগ পেতে না হয়, এজন্য এখন থেকেই অনুসন্ধান শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর অনুসন্ধানে প্রাপ্ত ফলাফলে সবার আগে আসছে পন্টিংয়ের নামই।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দু-দুটি মূল বিশ্বকাপ জিতেছেন পন্টিং। কোচিং পেশায় পুরোপুরি না জড়ালেও ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে অজিদের সহকারী কোচ হিসেবে দেখা গিয়েছিল তাকে। পন্টিংয়ের গভীর ক্রিকেট জ্ঞান নিয়ে কারও প্রশ্ন নেই, নেই সংশয়ও। তার মতো ব্যাটিং গ্রেট দলের দায়িত্ব নিলে সেই দল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, প্রতিপক্ষের চিন্তার বিষয় হয়ে উঠতে পারে সেটিও। আর এই ব্যাপারটিকে পুঁজি করেই সিএ চোখ রেখেছে পন্টিংয়ের উপর।

আরও পড়ুনঃ ঠিকই বলেছেন হাথুরুসিংহে!

Related Articles

পরাজয়ের বৃত্তে বন্দী অস্ট্রেলিয়া

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়

রেকর্ড বই ওলট-পালট করে দিল ইংল্যান্ড

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ইংল্যান্ড

ছিটকে গেলেন ওকস এবং স্টোকস