SCORE

Trending Now

এমসিসির সভার আগে প্রস্তুতি নিবেন সাকিব

প্রায় ৩ মাস আগে (অক্টোবরে) মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কমিটিতে সদস্য হবার গৌরব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্য হোন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। এদিকে এমসিসির নতুন সভায় যোগ দিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাকিব। আর প্রথমবারের মতো সভায় অংশ নেবার আগে ভালোভাবেই প্রস্তুতি নিবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমসিসির সদস্য হবার সম্মাননাকে অনেক বড় হিসেবে দেখছেন সাকিব। পাশাপাশি প্রথমবারের মতো অংশ নেবার আগে বেশ উত্তেজিত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিব বলেন, ‘ হ্যাঁ অনেক উত্তেজিত । আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। এবং এটার সাথে সাথে দায়িত্ববোধ ও আছে। এর আগে যখন আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের এর কেউ ছিল না। আমরা কি সমস্যার মুখোমুখি হই তার ধারণা ওদের কাছে কম থাকতো। এইসব বিষয় আমি শেয়ার করতে পারবো।’ 

Also Read - প্রস্তুতি ম্যাচে নয় পরীক্ষা-নিরীক্ষা

এদিকে এমসিসির সভার কিছু এজেন্ডা আছে। তাই বিষয়গুলো ভালোভাবে জানা প্রয়োজন। এইসব এজেন্ডা নিয়ে এখনো প্রস্তুতি না নিলেও যাবার আগে ভালোভাবে পড়াশুনা করেই যাবেন সাকিব। প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেন, ‘এখনও নেইনি। তবে প্রস্তুতি থাকবে। কারণ ওখানে অনেকগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হবে। সে সম্পর্কে আমি জানি। এটা নিয়ে এর মধ্যে আলোচনাও হয়েছে। এখন যেটা হবে যে ওইগুলো নিয়ে কিছু পড়াশোনার বিষয় আছে। বোঝার ব্যাপার আছে। কারণ অনেক আলোচনা হবে। অপ্রস্তুত হয়ে তো যাওয়া যাবে না।’

এমসিসির নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। আর প্রথম সভায় যোগ দিতে ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব আল হাসান।

উল্লেখ্য, ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এমসিসি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত এমসিসি। এই ক্লাবের সদস্য হিসেবে আছেন-মাইক গ্যাটিং, ভিন্স ফন ডার বাইল, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রড মার্শ ও টিম মে। সর্বশেষ যুক্ত হওয়া চারজন সদস্য হলেন- বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, নিউজিল্যান্ড মহিলা দলের অধিনায়ক সুজি বেটস,ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ এবং শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা।

[আরও পড়ুনঃ সাকিবকে ‘রানঅ্যাওয়ে লিডার’ উল্লেখ করলো আইসিসি]

 

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

অলিম্পিকে ক্রিকেটকে সমর্থনের জন্য বিসিসিআইকে অনুরোধ

সাকিবের তুলে ধরা প্রসঙ্গে পন্টিংয়ের জবাব

অশনি সংকেতের বার্তা দিয়েছেন সাকিব

এমসিসির সভায় যোগ দিতে যাচ্ছেন সাকিব

অনুষ্ঠিত হলো মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্লেয়ার্স ড্রাফট

Leave A Comment