SCORE

সর্বশেষ

এমসিসির সভায় যোগ দিতে অস্ট্রেলিয়ায় সাকিব

মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কমিটির সদস্য হওয়ার গৌরব অর্জন করার প্রায় তিন মাস পর এমসিসির সভায় যোগ দিতে নিরাপদে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হতে যাওয়া এমসিসি কমিটির সভায় যোগ দিতে শনিবার দিবাগত রাত ১.২০ মিনিটে দেশ ছাড়েন সাকিব। লম্বা যাত্রা পথ পাড়ি দেওয়ার পর নিরাপদে রবিবার দেশটিতে পৌঁছান তিনি।

Also Read - ত্রিদেশীয় সিরিজে জুয়া ঠেকাতে বিসিবির বিশেষ ব্যবস্থা

প্রসঙ্গত, এমসিসির ২০১৭ সালের কমিটিতে নতুন হিসেবে যুক্ত করা হয় চারজন সদস্যকে। যাদের মধ্যে বাংলাদেশের ৩০-বছর বয়সী এই ক্রিকেটার অন্যতম। সাকিবদের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে। কমিটির পরবর্তী সভাটি বসবে ইংল্যান্ডের লর্ডসে আগামী ৬ ও ৭ অগাস্ট।

এমসিসির কমিটিতে যোগ দিতে দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন বাঁহাতি এ অলরাউন্ডার। এমসিসির কমিটিতে সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার উল্লেখ করে তিনি বলেন,  ‘এটা অনেক বড় একটা সম্মান। খেলোয়াড় থাকা অবস্থায়ই এখানে সুযোগ পাওয়ায় আরও বেশি ভালো লেগেছে। আমি নিশ্চিত নই, খেলোয়াড় থাকা অবস্থায় কতজন এই কমিটিতে এসেছেন বা আদৌ সে রকম কেউ এসেছেন কি না।’ 

এমসিসির সভা শেষ হওয়ার একদিন পরই ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে  দেশে ফিরবেন সাকিব আল হাসান বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এমসিসি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত এমসিসি। এই ক্লাবের সদস্য হিসেবে আছে-মাইক গ্যাটিং, ভিন্স ফন ডার বাইল, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রড মার্শ ও টিম মে। সর্বশেষ যুক্ত হওয়া চারজন সদস্য হলেন- বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, নিউজিল্যান্ড মহিলা দলের অধিনায়ক সুজি বেটস,ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ এবং শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা।

 


আরও পড়ুনঃ সৌম্য-তাসকিনের বাদ পড়ার কারণ ব্যাখ্যা

 

 

Related Articles

খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক নতুন কোচের

‘মানিয়ে নিলে বাউন্সি উইকেটে সমস্যা নেই’

ভিসাই পাননি ম্যানেজার, ভারপ্রাপ্ত দায়িত্বে রাবিদ ইমাম

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে

দলের সাথে যেতে পারছেন না মিরাজ