SCORE

Trending Now

জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার জন্য পৃথক পরিকল্পনা

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের জন্য পৃথক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টিম বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের নেই কোনো প্রধান কোচ। টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকা খালেদ মাহমুদ সুজনই কোচিং করাচ্ছেন মুশফিক-তামিমদের। সিরিজ নিয়ে যত পরিকল্পনা, সব তাই জানা যাচ্ছে তার কাছ থেকেই।

জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার জন্য পৃথক পরিকল্পনা

মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সুজন জানান, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের জন্য দলের রয়েছে পৃথক পরিকল্পনা। তিনি বলেন, ‘আসলে দুটো দলের খেলার ধরণই আলাদা। জিম্বাবুয়ে এক ধরণের দল তো শ্রীলঙ্কা আরেক রকমের। দুটো দলের জন্য আমাদের তাই আলাদা পরিকল্পনাই থাকবে। এই সিরিজ জেতার জন্য কোনো কিছু করতে আমরা পিছপা হব না। তার ওপর দেশের মাঠে খেলা। সুতরাং আমরা জানি কী করলে ভালো হতে পারে বা না পারে। সব কিছু মাথায় রেখেই আমরা কাজ করব।’

Also Read - ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা রোববার

সুজনের প্রত্যাশা, ত্রিদেশীয় সিরিজ উপভোগ করবেন দলের খেলোয়াড়েরা। সেই সাথে পরিকল্পনার বাস্তবায়নে নিজেদেরই তিনি দেখছেন টপ ফেভারিট হিসেবে, ‘আমার বিশ্বাস এ সিরিজটি ছেলেরা অনেক উপভোগ করবে। চাপও থাকবে। আমার জন্যও নতুন একটি দায়িত্ব আছে। প্রথম অ্যাসাইনমেন্টে তাই চাপ আমার ওপরও থাকবে। সবার মধ্যে সমন্বয় করে যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আসছে সিরিজে আমরা অবশ্যই টপ ফেভারিট।’

জাতীয় দলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকবারই। এবার টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকলেও অস্থায়ী কোচের পরোক্ষ দায়িত্বও আছে তার। আর আগ্রহের এই জায়গাটাকে তিনি দেখছেন নিজেকে প্রমাণের সুযোগ হিসেবেও।

সুজন বলেন, ‘চ্যালেঞ্জিং তো অবশ্যই। আমি মনে করি এটি আমার জন্য সুযোগও। নিজেদের মাঠে খেললে একদিকে যেমন প্রত্যাশার চাপ থাকে, তেমনি সমর্থনের সুবিধাটাও মেলে। ভালো খেলতে থাকলে মাঠে দর্শকদের চিৎকারটা সব সময়ই আমাদের খুব কাজে আসে। প্রত্যাশার চাপটা আমরা উপভোগই করি।’

আরও পড়ুনঃ টাইগারদের প্রস্তুতি ম্যাচ ৬ ও ৯ জানুয়ারি

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

ওয়ালশকেই প্রধান কোচ হিসেবে চান সুজন

বাংলাদেশের পক্ষে অল্প সমর্থন দেখে হতাশ সুজন

বাংলাদেশকে সহযোগিতা করছে না শ্রীলঙ্কা!

শ্রীলঙ্কা যাচ্ছেন সুজন

‘আমি শ্রীলঙ্কা সফরে যাচ্ছি না’

Leave A Comment