SCORE

সর্বশেষ

ঠিকই বলেছেন হাথুরুসিংহে!

জাতীয় দলের সর্বশেষ কোচ চন্ডিকা হাথুরুসিংহের স্বেচ্ছায় অব্যাহতি চাওয়া নিয়ে জলঘোলা যেন থামছেই না। কোচের পদত্যাগ জনিত বিদায়ের পর অপেক্ষা ছিল তার প্রতিবেদনের। শ্রীলঙ্কান এই কোচ ঢাকা এসে শেষমেশ বসেছিলেনও বিসিবির সাথে, রুদ্ধশ্বাস আলোচনায়।

 

হাথুরুসিংহে ইস্যুতে সাকিবেরও রাখঢাক

Also Read - তামিমের উপর ক্ষুদ্ধ পাপন

ঐ আলোচনার পর বিসিবি সভাপতি হাথুরুসিংহের পদত্যাগের কিছু কারণ জানিয়েছিলেন। এর মধ্যে একটি ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সাকিবের মতো সিনিয়র ক্রিকেটারের বিশ্রাম নেওয়া।

যদিও সম্প্রতি শ্রীলঙ্কান কোচ হিসেবে সংবাদ সম্মেলনে সেই দাবি নাকচ করে দেন খোদ হাথুরুসিংহে। তিনি জানান, তার পদত্যাগের পেছনে সাকিবের বিশ্রাম নেওয়া কোনোভাবেই কারণ হিসেবে ছিল না।

হাথুরুসিংহের ঐ মন্তব্যের পর মুখ খুলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আর এবার তিনি জানিয়েছেন, সাম্প্রতিক মন্তব্যে কোনো ভুল ছিল না হাথুরুসিংহের। তার মানে ঠিকই বলেছেন শ্রীলঙ্কান নবনিযুক্ত কোচ!

সোমবার, ২০১৮ সালের প্রথম দিন সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি আগের সুরের উল্টো সুর গেয়ে বলেন, ‘ওনাকে যদি জিজ্ঞেস করা হয়ে থাকে সাকিবের কারণে তিনি পদত্যাগ করেছেন কি না, সেটি তো ঠিক নয়। এ কথা তো উনি বলেননি। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেছেন যে কী হয়েছে বা কী অভিযোগ। আমি বলেছি, উনি প্রতিবেদনই দেননি। আমি জানিয়েছি, উনি কারো সম্পর্কে কিছু বলতে চান না।’

সাকিব-মুশফিকের অনেক কর্মকাণ্ডই হাথুরুসিংহের অপছন্দের বিষয় ছিল, এমনটাই জানান পাপন। সেই সাথে বোর্ড সভাপতি আরও বলেন, সম্প্রতি হাথুরুসিংহে পদত্যাগের পেছনে কোনো কারণ না থাকার যে মন্তব্য করেছেন, তা ঠিকই! পাপন বলেন, ‘খেলোয়াড়দের জাতীয় দলে অনেক অবদান আছে। তবে খেলোয়াড়দের অনেক কিছুই তার ভালো লাগেনি। যেমন সংবাদমাধ্যমে মুশফিকের কথা বলার ধরন পছন্দ নয়, সাকিব যে খেলতে চায়নি, কেন খেলবে না- এসব তো আছেই। তবে এ কারণেই যে সে পদত্যাগ করেছে, এটা কখনো বলা হয়নি। হাথুরুসিংহে ঠিকই বলেছেন।’

আরও পড়ুনঃ ২০১৭: বিডিক্রিকটাইম বর্ষসেরা টেস্ট একাদশ

Related Articles

গুরুতর অপরাধে অভিযুক্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহেদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!

হাথুরুসিংহের মতোই ‘স্বাধীন’ রোডস

হাথুরুসিংহের উত্তরসূরি হচ্ছেন স্টিভ রোডস!

কারস্টেন ব্যর্থ হলেও প্রস্তুত আছেন কোচ!