SCORE

Trending Now

নাঈম হাসানের উপর আস্থা আছে নির্বাচকদের

Share Button

ত্রিদেশীয় সিরিজ এখনও শেষ হয়নি, অন্যদিকে চলছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এগুলো ছাপিয়েও শুক্রবার ক্রিকেট অঙ্গনের আলোচনার বড় প্রসঙ্গ হয়ে উঠল অখ্যাত ক্রিকেটার নাঈম হাসানের জাতীয় দলে সুযোগ পেয়ে যাওয়া, তাও কিনা টেস্ট দলে। স্বভাবতই দল ঘোষণার পর তাদের দিকে ছুঁড়ে দেওয়া হল প্রশ্ন- কেন টেস্ট দলে ১৭ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার?

 

নাঈম হাসানের উপর আস্থা আছে নির্বাচকদের

Also Read - প্রথম শিরোপার স্বাদ নিতে চান মাশরাফি

নির্বাচকরা এর সুন্দর জবাব দিয়েছেন এটি জানিয়ে- নাঈমের উপর আস্থা রয়েছে তাদের। সর্বশেষ বিপিএলে চিটাগং ভাইকিংসের মেন্টর ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঐ দলের খেলোয়াড় ছিলেন নাঈম হাসান। তরুণ স্পিনারকে তাই কাছ থেকেই দেখেছেন নান্নু। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে আমরা এভাবেই অভিষেক করিয়েছিলাম। মিরাজও কিন্তু তখন অনভিজ্ঞ ছিল। অনূর্ধ্ব-১৯ থেকে এইচপিতে ছিল।’

মিরাজের উত্থানের মতোই নাঈমের বর্তমান সময়টাকে দেখছেন নির্বাচকরা। নান্নুর ভাষ্য, ‘নাঈম হাসানও অনূর্ধ্ব-১৯ দলে আছে, গত ইমার্জিং কাপেও ছিল। তার ধারাবাহিক ভালো বোলিং করার ক্ষমতা আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সে ভালো বোলিং করেছে। আর আমাদের একজন অতিরিক্ত স্পিনার রাখার চিন্তা ছিল। সেই হিসেবেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নাঈম আমাদের প্রোগ্রামের মধ্যেই আছে। বাড়তি একজন স্পিনার চেয়েছিলাম আমরা। ওর মধ্যে যে কোয়ালিটি আছে, আমরা মনে করি দেশের হয়ে ভালো করার সামর্থ্য ওর আছে।’

২০০০ সালের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্ম নেওয়া নাঈম হাসান মাহবুবুল আলম এবং মমতাজ বেগম দম্পতির পুত্র। ৬ ফুট উচ্চতার দীর্ঘকায় এই ক্রিকেটার পেস বোলিং দিয়েই শুরু করেছিলেন তার ক্রিকেট-নেশা। তবে একটা সময় আগ্রহ খুঁজে পান স্পিন বোলিংয়ে, আর শেষমেশ একেই বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে।

সাকিব আল হাসানকে অনুসরণ করে চলা এই তরুণ ক্রিকেটারের উঠে আসা চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলার মাধ্যমে। ২০১৩ সালে চট্টগ্রাম জেলা দলের হয়ে আসরে সর্বোচ্চ উইকেট নিয়েও বিভাগীয় দলে সুযোগ পাননি। জেদ চেপে যায় তখনই। ২০১৫ সালে জেলা দলের হয়ে একইসাথে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান। এরপরই ডাক আসে সরাসরি অনূর্ধ্ব-১৮ দলে। ঐ দলের হয়ে ৬ ম্যাচে ২১ উইকেট ও ১৬৯ রান ঝুলিতে রেখে অনূর্ধ্ব-১৯ দলে পোক্ত করা হয় সম্মানের জায়গাটি। এবার তার জন্য খোলে গেলো জাতীয় দলের দরজাও!

আরও পড়ুনঃ কে এই নাইম হাসান?

Related Articles

টেস্ট স্কোয়াড ছেড়ে ডিপিএলে কেন তিন ক্রিকেটার?

নাঈম হাসানকে ভালোই চেনেন হাথুরুসিংহে!

অথচ উচ্চতার কারণে পেস ছেড়ে স্পিন ধরেছিলেন নাঈম!

চট্টগ্রামেই অভিষিক্ত হতে চান নাঈম

সুসংবাদের আভাস আগেই বাবাকে দিয়েছিলেন নাঈম

Leave A Comment