১৫ জানুয়ারি থেকে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসতে যাওয়া তিন-জাতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলতি সপ্তাহের বুধবার দিন বাংলাদেশে পা রাখার কথা থাকলেও, নির্ধারিত সময়ে ঢাকায় আসছে না প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
ত্রিদেশীয় সিরিজের সফরসূচি অনুযায়ী বুধবার জিম্বাবুয়ের আসার কথা থাকলেও, একদিন পিছিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে পা রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। সিদ্ধান্ত পরিবর্তনের ফলে বাংলাদেশ সময়ানুযায়ী বৃহস্পতিবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ব্রেন্ডন টেইলর-হ্যামিলটন মাসাকাদজাদের।
ঢাকায় পৌঁছানোর দিনক্ষণ পরিবর্তন করলেও প্রস্তুতি ম্যাচ নির্ধারিত সময়ে অর্থাৎ ১৩ তারিখেই খেলবে জিম্বাবুয়ে বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার। ১১ তারিখ ঢাকায় পা রেখে ১২ তারিখ মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে সফরকারীরা। এরপর বিসিবি একাদশের বিপক্ষে ১৩ তারিখ সাভারে অবস্থিত বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
এদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার আগে বোলিং কোচ মাখায়া এনটিনিকে হারিয়ে বেশ বড় ধরণের এক ধাক্কা খেয়েছে দলটি। যার ফলে এই কিংবদন্তি বোলারকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে খেলতে হবে সফরকারী দলটিকে।
প্রসঙ্গত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী দিন বাংলাদেশের মোকাবেলা করার মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু হবে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। এরপর একে-একে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে আরও ম্যাচে লড়বে দলটি।
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি-
তারিখ দল ভেন্যু
১৫.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৭.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৯.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২১.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৩.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৫.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৭.১.১৮ ফাইনাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
[আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেট বোর্ডে আয়কর কর্তাদের অভিযান]