SCORE

সর্বশেষ

পিটারসেনের অবসরের সিদ্ধান্ত

নিজ দেশের বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন অনেক আগেই। তবে এরপর দাপটের সাথেই খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। নিজ দেশের চেয়ে সেক্ষেত্রে ভিনদেশের লিগগুলোতেই বেশি মনোযোগ ছিল ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের। তবে মারকুটে এই ব্যাটসম্যান এবার অবসর নিতে যাচ্ছেন সব ধরণের ক্রিকেট থেকে।

পিটারসেনের অবসরের সিদ্ধান্ত

সম্প্রতি পিটারসেন জানান, আগামী এক বছরের মধ্যেই খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন তিনি।

Also Read - ত্রিদেশীয় সিরিজে ফিরছেন এনামুল?

চলমান বিগ ব্যাশ টি-২০ লিগে পিটারসেন খেলছেন মেলবোর্ন স্টার্সের হয়ে। শনিবার রাতে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ শেষে তিনি জানান, এই মৌসুমই হতে যাচ্ছে পিটারসেনের শেষ বিগ ব্যাশের আসর।

বিদায়ের ঘণ্টা বাজালেন যেই ম্যাচে, সেখানেও পিটারসেন খেলেছেন দুর্দান্ত। মেলবোর্ন স্টার্সের জার্সি গায়ে ৩০ বলে ৪০ রানের ঝলমলে একটি ইনিংস দেখা যায় তার ব্যাটে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিটারসেন বলেন, ‘আমি মনে করি আমার বিদায় জানানো উচিত। তবে আমি অবশ্য আগামী দশ মাস খেলবো। আর সামনের ডিসেম্বর মাসে আমি আমাকে আর ক্রিকেটে দেখতে চাই না।’

২০১৩ সালে অ্যাশেজে দৃষ্টিকটু বাজে পারফরমেন্সের পর পিটারসেনকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর তার দিকে ফিরে তাকায়নি ইসিবি। ফলে জাতীয় দলের জার্সি আর গায়ে চাপানো হয়নি। ধৈর্য ধরেছিলেন তাও, তবে সেই ধৈর্য সীমা ছাড়িয়ে গেলে একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে মনোনিবেশ করেন ঘরোয়া লিগগুলোতে।

ইংল্যান্ডের হয়ে কেভিন পিটারসেন জিতেছেন চারটি অ্যাশেজ। শুধু তা-ই নয়, দলটিকে টেস্টের ‘গদা’ এনে দেওয়ার পেছনেও ছিল এই বিখ্যাত ব্যাটসম্যানের গুরুত্বপূর্ণ অবদান। যদিও তারকা এই ব্যাটসম্যান ক্যারিয়ারের শেষদিকে এসে নিজ দলের ক্রিকেট বোর্ডেরই নিগ্রহের পাত্রে পরিণত হয়েছেন। আর সেই দুঃখ নিয়েই ঘরোয়া লিগ মাতানো পিটারসেন আগামী কয়েকমাসের মধ্যে বিদায় জানাতে চলেছেন ক্রিকেট মাঠের ২২ গজকেই।

আরও পড়ুনঃ তামিমদের কাছে ধরাশায়ী মাশরাফিরা

Related Articles

পরাজয়ের বৃত্তে বন্দী অস্ট্রেলিয়া

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়

রেকর্ড বই ওলট-পালট করে দিল ইংল্যান্ড

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ইংল্যান্ড

ইতিহাস গড়তে যাচ্ছে কারান ভ্রাতৃদ্বয়