SCORE

সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে কোহলির ‘না’

কোনো সিরিজ শুরুর আগে সফরকারী দলের প্রস্তুতি ম্যাচ খেলা যেন নিয়মে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত জাতীয় দল এখন অবস্থান করছে স্বাগতিক দেশে। সেখানে টেস্ট সিরিজ দিয়ে মূল লড়াই শুরু হওয়ার আগে ভারতের ছিল একটি প্রস্তুতি ম্যাচ।

তবে সেই প্রস্তুতি ম্যাচকে অপ্রয়োজনীয় মনে করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, এমন ম্যাচ খেলে শুধু সময় নষ্টই হয়, ফায়দা হয় না কোনো।

Also Read - যেখানে অনন্য জাভেদ ওমর বেলিম!

সম্প্রতি সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ম্যাচে যে উইকেট দেওয়া হবে, তার সঙ্গে এই পিচের ১৫ শতাংশ মিলও নেই। এখানে ম্যাচ খেলে দ্রুত কিছু ফিফটি করে ফিরে আসার পেছনে দুই দিন নষ্ট করার কোনো মানে নেই। এর চেয়ে দুই দিন অনুশীলন করে আমরা আমাদের মতো করে টেস্টের মেজাজ তৈরি করে নিতে চাই।

প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে মানসিক প্রস্তুতি নেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন তিনি, মানসিক প্রস্তুতি ঠিক না থাকলে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেও কোনো লাভ নেই। মাথার ভেতরটা যদি প্রস্তুত থাকে, অনুশীলনটা যদি ভালো হয়, ম্যাচ খেলার জন্য তা-ই যথেষ্ট। প্রস্তুতি ম্যাচ মানেই সময় নষ্ট। আমরা এমনিতেই তৈরি হয়ে যাব। বিশ্বের যে কোনো পরিবেশে টেস্ট জেতার মতো বোলিং আক্রমণ এবং ভারসাম্য আমাদের দলে আছে।

সংবাদ সম্মেলনে কোহলি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সেশন বাই সেশন এগিয়ে যাওয়া। আমরা বর্তমানের উপর মনযোগ দিতে চাই। আমাদের নিজেদের দক্ষতার শতভাগ দেওয়া নিয়েই এখন কাজ করছি। কোনো একটা নির্দিষ্ট দেশে এসে ইতিহাস সৃষ্টি করাটা আমাদের লক্ষ্য নয়। আমাদের অনেকেই এখানে খেলেছে। কিন্তু আসল তফাতটা হচ্ছে তখন কতগুলো ম্যাচ খেলে এসেছিলাম আর এখন আরও কত বেশি ম্যাচ খেলে এখানে এসেছি। এখন নিজেদের খেলাটা আরও অনেক ভালো ভাবে বুঝি আমরা। নিজেদের দক্ষতার উপর অনেক বেশি বিশ্বাস এসে গেছে আমাদের।

আরও পড়ুনঃ ২০১৭ঃ বিডিক্রিকটাইম বর্ষসেরা ওয়ানডে একাদশ

Related Articles

যে একাদশে বাংলাদেশি কেউ নেই, আছেন রশিদ

ইয়ো ইয়ো টেস্টে বাদ পড়লেন ভারতের স্টার ক্রিকেটার

কোহলি নন, মোহাম্মদ নবীর প্রিয় ডি ভিলিয়ার্স

আবারও সবচেয়ে ধনী ক্রিকেটার কোহলি

কোহলি নাকি স্মিথ? অ্যান্ডারসনের চোখে কে সেরা?