SCORE

সর্বশেষ

লঙ্কা বধে স্পিনেই ভরসা তামিমের

সাম্প্রতিককালে ঘরের মাটিতে কোনো টেস্ট শুরুর আগেই উইকেট নিয়ে এত আলোচনা সম্ভবত হয়নি। বুধবার থেকে শুরু হওয়া ‘স্পিন-বান্ধব’ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কান স্পিনারদের রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছে বাংলাদেশ।

তামিম ইকবাল - Tamim Iqbal

এ নিয়ে জোর আলোচনার ধারাবাহিকতায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলন করতে আসা তামিম ইকবালের কাছেও প্রশ্ন রাখা হল একই প্রসঙ্গে। তামিমও অকপটে স্বীকার করলেন, তার ভাবনা ছিল এর চেয়েও ধারালো স্পিনিং উইকেট।

Also Read - চেনা মুমিনুল এর অচেনা উদযাপন

তামিম বলেন, ‘প্রত্যাশা ছিল স্পিন এর চেয়ে বেশি ধরবে। সৌভাগ্যবশত প্রথমে ব্যাট করায় আমরা এটা নিয়ে অভিযোগ করতে পারি না।’

তামিমের মতে, দ্বিতীয় দিন থেকে ব্যাটিংয়ের সুবিধা কমতে থাকবে চট্টগ্রাম টেস্টের উইকেটে। আর তার আগে যথাসম্ভব বড় স্কোর দাঁড় করিয়ে লঙ্কানদের চাপে রাখতে চান তিনি। তার ভাষ্য, ‘ব্যাটিং করার সময় আমরা যত বেশি রান করতে পারি এই উইকেটে… আমার মনে হয় এটা কাল থেকে ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে যাবে, যখন কিনা তারা ব্যাট করতে আসবে। আমরা এখন ভালো এবং স্ট্রং একটা পজিশনে আছি। সেটা ধরে রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যত বেশি রান করতে পারি। আপনি যতই রান করবেন, ফ্ল্যাট উইকেটে খেললেও বিপক্ষ দলের জন্য এটা চাপ সৃষ্টি করে।’

বাঁহাতি ওপেনার ভেবেছিলেন, উইকেটে স্পিন ধরবে প্রথম দিন থেকেই। তবে সেটি না হওয়ায় ভালোই হয়েছে বাংলাদেশের জন্য। স্পিনের ছোবল বিষাক্ত হওয়ার আগেই স্কোর-বোর্ডে জড়ো করা গেছে অনেকগুলো রান। তবে লঙ্কানরা ব্যাটিংয়ে আসলে উইকেট স্পিন বান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস তামিমের। তাই বোলিং স্পিন দিয়ে শুরু করানোর ইচ্ছা তার।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়েছিল প্রথম দিনই স্পিন ধরবে। আমরা ভাগ্যবান যে আমরা ভালো ব্যাটিং করছি এবং ভালো অবস্থানে আছি। আর তারা ব্যাটিংয়ে আসলে স্পিন দিয়ে শুরু করা হোক- এটাই আশা করবো।’

সাংবাদিকদের তামিম আরও বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে আমরা খুব সুন্দর একটি দিন কাটিয়েছি, এটি দলের জন্য ভালো বিষয়। তবে শ্রীলঙ্কার কামব্যাকের সামর্থ্য আছে। যে দুজন ব্যাটসম্যান ক্রিজে আছে বা ড্রেসিংরুমে যারা আছে, তারাও বড় স্কোরের সামর্থ্য রাখে।’

আরও পড়ুনঃ প্রথম দিনে বাংলাদেশের যত অর্জন

Related Articles

চট্টগ্রাম টেস্টে সেদিন শতক হয়নি শচীনের!

‘বিশ্বাস রাখলেই ভালো ফল আসবে’

সেশন বাই সেশন খেলেই মুমিনুলের চাপ জয়

‘বাংলাদেশ নেতিবাচক মানসিকতায় চলে গিয়েছিল’

২০০ রানের লিড নিয়ে ৭১৩-তে থামল শ্রীলঙ্কা