SCORE

সর্বশেষ

সৌম্যকে স্যালুট মাশরাফির

ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। তবে দু’জনের বাদ পড়া যেন আকস্মিক কিছু ছিল না। মূলত পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন দলের এই দুই ক্রিকেটার।

সৌম্যকে স্যালুট মাশরাফির

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটে ওপেনার সৌম্য সরকারের। তাঁর পর থেকে যেন পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শুরুতে নিয়মিত ৩ নম্বর পজিশনে ব্যাটিং করলেও, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দলের আরেক ওপেনার এনামুল হক বিজয়ের ইনজুরিতে নিয়মিত ওপেনিংয়ে ব্যাটিং করেন সৌম্য।

Also Read - বিজয়ের সামনে রেকর্ড বইয়ে নাম লেখানোর হাতছানি

বিশ্বকাপে ভালো করার পর তামিমের যোগ্য সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করতে বেশি সময় নেননি এই ক্রিকেটার। একই বছর ব্যাট হাতে সেরা সময় পার করেছেন সৌম্য। ১৫ ওয়ানডেতে ৫১ গড়ে রান করেছিলেন ৬৭২। হাঁকিয়েছেন একটি শতক ও ৪টি অর্ধশতক। তবে পরের দুই বছর যেন রান খরায় ভুগছিলেন এই ওপেনার।

পরের দুই বছরে ১৬ ওয়ানডেতে ১৯ গড়ে রান করেছেন ২৭৫। জাতীয় দলে ব্যর্থতার পাশাপাশি ব্যর্থ হয়েছেন বিপিএলেও। সৌম্যর অফ-ফর্ম যেন শেষমেশ প্রথমবারের মতো দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো। তবে নিজের এই দুঃসময়ে পাশে পেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে।

ত্রিদেশীয় সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে সৌম্যর প্রসঙ্গে কথা উঠতে তার অফ-ফর্মের কারণ জানান এই অধিনায়ক। মাশরাফির মতে দলের চাহিদা অনুযায়ী খেলার কারণে ফর্ম ফিরে পাননি জাতীয় দলের এই ওপেনার।

“যদি দেখেন প্রথম দশ ওভারে কিভাবে খেলতে হবে সেটা মানিয়ে নিয়েছিল। এরকম কঠিন পরিস্থিতিতে অনেক সময় অনেকে চিন্তা করে যে আমি আমার খেলাটা কিছুক্ষণ খেলি। ও কিন্তু এই টাইপের ছিল না। ও কিন্তু টিমের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি। সৌম্যকে আমি স্যালুট দিব কারণ ও কখনো স্বার্থপর ছিল না। এবং কঠিন সময়ে সে দলের জন্য খেলেছে।”

দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদও। সৌম্যর মতো তাসকিনও অফ-ফর্মে। সৌম্যর মতো তাসকিনের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেদের জাত চিনিয়ে তারা পুনরায় দলে ফিরবেন বলে আশা রাখেন  ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা।

 “তাসকিনের উপর দিয়ে কঠিন সময় গিয়েছে। আমাদের অন্যান্য ফাস্ট বোলারদেরও যায়। ওরা ফাস্ট ক্লাস ক্রিকেট খেলছে। আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পারফর্ম করে তারা যেন আবার দলের সাথে আসতে পারে। তাদেরকে  শতভাগ ফিরতে হবে। এখনও তাদেরকে সমর্থন করছি।”

আরও পড়ুনঃ বিজয়ের সামনে রেকর্ড বইয়ে নাম লেখানোর হাতছানি

Related Articles

খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক নতুন কোচের

‘মানিয়ে নিলে বাউন্সি উইকেটে সমস্যা নেই’

ভিসাই পাননি ম্যানেজার, ভারপ্রাপ্ত দায়িত্বে রাবিদ ইমাম

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে

দলের সাথে যেতে পারছেন না মিরাজ