SCORE

সর্বশেষ

‘হাথুরুসিংহেকে আমার স্যালুট’

বাংলাদেশ সর্বশেষ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকায়। সেই সিরিজে টাইগারদের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু পরের সিরিজেই হয়ে গেলেন বিপক্ষ দলের কোচ। আসন্ন ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা দলের কোচ হয়ে বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। এদিকে আগামীকাল (১৫ জানুয়ারি) শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে)। এর পূর্বে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের অবদান তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

Related image

হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ ক্রিকেট চোখে পড়ার মতো সাফল্য পেয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় বড় আসরেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজ বাহিনী। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানোর সুখস্মৃতি আছে টাইগারদের। আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের অবদানের কথা উল্লেখ করে মাশরাফি বলেন,  ‘হাথুরুসিংহেকে আমার স্যালুট। গত তিন বছরের বেশি সময় তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের ভালো খেলার পেছনে তার অবদান যথেষ্ঠ। তবে আমরা খেলোয়াররাও তার পাশে ছিলাম। আমরাও তিলে তিলে তৈরি হয়েছি। জায়গা মতো পারফর্ম করার মানসিকতা জন্ম নিয়েছে, প্রয়োগ ক্ষমতাও বেড়েছে অনেক, আর সেটা একদিনে হয়নি।’

পাশাপাশি মাশরাফি খেলোয়াড়দের কৃতিত্ব দিতে ভুলেন নি। পরামর্শ কাজে লাগিয়েছেন ক্রিকেটাররাই। ২০১৫ বিশ্বকাপ কিংবা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদউল্লাহ রিয়াদের শতকের কথা উল্লেখ করে মাশরাফি বলেন,  ‘বিশ্বকাপে যখন মাহমুদউল্লাহ সেঞ্চুরি করে সেই সময় উইকেটে গিয়ে কিন্তু কেউ তাকে বুদ্ধি পরামর্শ দেয়নি, সে তার নিজের মেধা, প্রজ্ঞা ও সামর্থ্য দিয়েই সেঞ্চুরি করেছে।’

Also Read - হাথুরুর পক্ষেই ব্যাট চালালেন স্ট্রিক

এদিকে হাথুরুসিংহেকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। পাশপাশি তাঁকে ছাড়াই বাংলাদেশ ভালো করবে বলেও আশা প্রকাশ করেছেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের প্রতি শুভকামনা। তিনি বাংলাদেশে ভালো কিছু করে গেছেন। হাথুরুসিংহে ছাড়াও বাংলাদেশ ভালো দল। আমাদের দলে যারা আছে সবাই ভালো করতে সক্ষম। আশা করি এই সিরিজে আমাদের ভালো কিছুই হবে।’

[আরও পড়ুনঃ আইপিএলে সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি]

Related Articles

গুরুতর অপরাধে অভিযুক্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহেদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!

হাথুরুসিংহের মতোই ‘স্বাধীন’ রোডস

হাথুরুসিংহের উত্তরসূরি হচ্ছেন স্টিভ রোডস!

কারস্টেন ব্যর্থ হলেও প্রস্তুত আছেন কোচ!