SCORE

সর্বশেষ

‘অসাধারণ পারফরমেন্স করেই জায়গা পেতে হবে মুমিনুলকে’

দেশের ক্রিকেটের বেশিরভাগ ব্যাটসম্যানের উত্থানের পেছনে জড়িয়ে আছে একটি নাম- মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই কোচ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে কাজ করছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে।

টি-২০ সিরিজে তামিমের বদলি মুমিনুল

বুধবার দলের অনুশীলনের সময় সাংবাদিকদের সাথে কথা বলে তিনি। এ সময় তিনি আলাপ করেন তার একসময়ের শিষ্য মুমিনুল হককে নিয়েও।

Also Read - 'বাংলাদেশ এখন নির্ভীক ক্রিকেট খেলে'

দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও মুমিনুল জায়গা পাননি নিদাহাস ট্রফির দলে। এর আগে ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজেও। এমন পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আছেন নির্বাচকদের পক্ষেই। তার মতে, মুমিনুলকে টি-২০’তে জায়গা পেতে হলে প্রমাণ করতে হবে নিজেকে।

সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, যেহেতু সে সুযোগ পায়নি, তার মানে সে যোগ্য না। যখন সে নিজের যোগ্যতা প্রমাণ করে জায়গাটাতে ঢুকবে, সেটা অনেক ভালো হবে। এখানে আমরা কী চিন্তা করছি, সমর্থকরা কী চিন্তা করছে, সেটা আসলে কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার টিম কী চিন্তা করে এবং সে অসাধারণ কি না।’

দেশসেরা কোচ আরও বলেন, ‘তাকে অসাধারণ পারফরম্যান্স করেই দলে জায়গা পেতে হবে। সেটা ওয়ানডে ফরম্যাট হোক বা টি-টোয়েন্টি ফরম্যাট হোক। যেহেতু টেস্টে ভালো করছে, আমি মনে করি আগামী দুই বছরের মধ্যে সে তিন ফরম্যাটেই ভালো করবে।’

মুমিনুলকে এখন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না দেওয়ায় কোন সমস্যা দেখছেন না সালাউদ্দিন। তার ভাষ্য, ‘যেহেতু তার প্রতি নির্বাচকদের সন্দেহ আছে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে, আমার মনে হয় তাকে এই দুই ফরম্যাটে এখন সুযোগ না দিলে কোনো সমস্যা নেই। যখন সে নিশ্চিত হবে, এখন তার জন্য এই ফরম্যাটগুলো ঠিক আছে, আমাদেরও কোনো সন্দেহ থাকবে না, তখন আমার মনে হয় সে দলের জন্য আরো বেশি অবদান রাখতে পারবে। সন্দেহ নিয়ে খেলার চেয়ে না খেলাটাই ভালো।’

আরও পড়ুনঃ শীঘ্রই আসছেন সালমা-রুমানাদের কোচ

Related Articles

খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক নতুন কোচের

‘মানিয়ে নিলে বাউন্সি উইকেটে সমস্যা নেই’

ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

নিজেকে প্রস্তুত রাখছেন মুমিনুল

‘আগে নিজের কথা চিন্তা করতাম, সেটা ভুল ছিল’