SCORE

Trending Now

নিদাহাস ট্রফিতে নাও খেলতে পারেন কোহলি

বিষয়টিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য সুখবরই বলা যায়! বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে- এই প্রশ্ন করলে বেশিরভাগ ক্রিকেট অনুরাগিই উত্তরে বলবেন বিরাট কোহলির নাম। একের পর এক দুর্দান্ত পারফরমেন্সে নিজের সাফল্যের পাল্লা ভারী করছেন তো বটেই, তার নেতৃত্বাধীন দল ভারতকেও এনে দিচ্ছেন সাফল্য।

নিদাহাস ট্রফিতে নাও খেলতে পারেন কোহলি

সেই কোহলির দল ভারত আগামী মাসে নিদাহাস ট্রফিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার। কোহলির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভারতে ভয় থাকাটা স্বাভাবিকই। তবে সেই ভয় না থাকার একটা সম্ভাবনাও দেখা দিচ্ছে বেশ জোরেশোরে! জানা গেছে, নিদাহাস ট্রফিতে নাও খেলতে পারেন কোহলি!

Also Read - মুশফিক-নাঈমের ব্যাটিং নৈপুণ্যে জয় রূপগঞ্জের

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছে ভারত। এই সফর শেষে শুরু হবে নিদাহাস ট্রফির মিশন, আবার তার পরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এতকিছুর ধকল সামলানো কোহলির মতো হেভিওয়েট তারকা ক্রিকেটারের জন্য একটু কষ্টসাধ্যই হতে পারে। আর তাই নিদাহাস ট্রফিতে বিশ্রাম নিয়ে নিজ দেশের ঘরোয়া আসর আইপিএলের জন্য নিজেকে শাণ দিতে পারেন কোহলি; আর সেজন্য নিতে পারেন বিশ্রাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র কোহলির বিশ্রাম প্রসঙ্গে প্রভাবশালী সংবাদমাধ্যম পিটিআইকে বলেছে, ‘বিরাট বিশ্রাম চাইলে তা পাবে। টুর্নামেন্টে খেলা কিংবা না খেলার বিষয়টি একান্তই তাঁর সিদ্ধান্ত। তবে কোনো কিছুই নিশ্চিত নয়। এমনও হতে পারে, সে টুর্নামেন্টটি খেলতে পারে। কারণ, এটাই মৌসুমের শেষ আসর। টুর্নামেন্ট শেষে দিন পনেরো ছুটির পরই শুরু হবে আইপিএল।’

অবশ্য কোহলি আদৌ বিশ্রাম চাইবেন কি না বা বিশ্রাম নেওয়ার ইচ্ছে তার আছে কি না তা নিশ্চিত নয় এখনও। তবে যেহেতু বোর্ড কোহলি বিশ্রাম চাইলে তা মঞ্জুর করতে প্রস্তুত, এ থেকে ধরে নেওয়া যায়- বিশ্রাম নেওয়ার পরিকল্পনাও আছে কোহলির। তবে সে যা-ই হোক, কোহলি বিশ্রামে যাচ্ছেন- কায়মনোবাক্যে এটিই এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার কামনা!

আরও পড়ুনঃ এক সিরিজ দিয়েই টাইগারদের বিচার করতে নারাজ মাশরাফি

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

‘আমি নিশ্চিত তোমার দেশ, তোমাকে নিয়ে গর্ব করছে’

সোহানকে গালি দিয়েছিলেন থিসারা!

এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে: বোর্ড সভাপতি

বাংলাদেশের পক্ষে অল্প সমর্থন দেখে হতাশ সুজন

শেষ বল দেখেননি রোহিত!

Leave A Comment