SCORE

সর্বশেষ

ফিট তামিম, ফিরছেন দ্বিতীয় ম্যাচে

টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টির জন্য প্রস্তুত হচ্ছিলেন তামিম ইকবাল। টেস্টে ভালো না করার দুঃখটা নিশ্চই টি-টোয়েন্টিতে ভুলতে চাইবেন। কিন্তু সেই আক্ষপের পরিমাণ বাড়লো আরো। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগের দিন অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

ফিট তামিম, ফিরছেন দ্বিতীয় ম্যাচে
ছবিঃ ব্যাট হাতে অনুশীলনে তামিম।

তামিমের সাথে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিমও। তবে ম্যাচের আগে সেরে উঠায় মুশফিক মাঠে নামলেও, খেলা হয়নি তামিমের। ইনজুরিতে সাকিব ছিটকে গিয়েছিলেন আগেই নতুন করে যোগ হয়েছিলো তামিমের ইনজুরি। শঙ্কা ছিল প্রথম ম্যাচে তামিমের মাঠে নামা নিয়ে। ম্যাচের আগে তামিমের জন্য অপেক্ষা করলেও কাঁধের ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তাঁর।

তাঁর অনুপস্থিতিতে সৌম্যর সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন তরুণ জাকির হাসান। তবে চোট সেরে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ফিরছেন তামিম। সিলেটে আজ ব্যাট হাতে অনুশীলনে নেমেছিলেন এই দেশসেরা ওপেনার। নেটে ৪৫ মিনিটের মতো ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। তাঁর এই দীর্ঘ ব্যাটিং অনুশীলনই বার্তা বর্তায় দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত তিনি।

Also Read - বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে হাথুরুসিংহে

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে চোটের জায়গায় এখনো ফোলা রয়েছে কিছুটা তবে শঙ্কিত হওয়ার কিছু নেই । তামিমের ফেরার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে আশারবাণী শুনিয়েছেন তিনি।

“তামিমের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। অনেকটাই ফিট এখন, আশা করি সে দ্বিতীয় ম্যাচে খেলবে।”

আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল। তামিম দলে ফেরাতে বাদ পড়তে পারেন জাকির। সেই ক্ষেত্রে উদ্বোধনী জুটিতে দেখা যাবে তামিম ইকবাল ও সৌম্য সরকারকে। তাছাড়া টেস্টে রান না পাওয়ার বেদনা এই ম্যাচ দিয়েই ভুলতে চাইবেন খোদ তামিম।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৯৪ টার্গেট তাড়া করতে নেমে ২০ বল ও ৬ উইকেট বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যায় লঙ্কানরা।

আরও পড়ুনঃ ওয়াকারকে পেছনে ফেললেন মুজিব!

Related Articles

স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম

তামিমের দৃষ্টিতে যেমন হবে উইন্ডিজের উইকেট

প্রস্তুতি নিতে বাড়ি যাননি তামিম

ড্র দিয়ে শুরু করল তামিম-রুবেলের ব্রাজিলও

মুখোমুখি হয়ে মাশরাফি-তামিমের রঙ্গ-যুদ্ধ