SCORE

Trending Now

ভক্তের ভালোবাসায় আপ্লুত তামিম

বাংলাদেশের বহু মানুষেরই আবেগের নাম ক্রিকেট। ক্রিকেট আর ক্রিকেটারদের ঘিরে জড়িয়ে আছে অফুরন্ত আবেগ আর স্বপ্ন। বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সান্নিধ্য পেয়েছেন এমনই এক ক্ষুদে ভক্ত। ভক্তের ভালোবাসায় আপ্লুত হয়েছেন তামিম।

ভক্তের সাথে তামিম। ছবিঃ ফেইসবুক।

প্রথম টি-২০ ম্যাচে তামিম ইকবাল চোটের কারণে ছিলেন একাদশের বাইরে। ম্যাচ শেষে মঠের বাইরে দেখা পান এমন এক ভক্তের। ভক্তের নামও তামিম।

এ ভক্ত প্রচণ্ড ভালোবাসেন ক্রিকেট। একটু বেশিই ভালোবাসেন তামিম ইকবালকে। তার আইকন তামিম ইকবাল। বাসা কাজীপাড়ায়। পড়ালেখা ফাঁকি দিয়ে ক্রিকেট নিয়ে মেতে থাকায় পরিবারের কম শাসনের মুখোমুখি হতে হয়নি তাকে। প্রায় খেতে হয় বড় বোনের মার। তবু সব শাসন ভুলে গিয়ে পড়ে থাকে ক্রিকেট নিয়ে।

Also Read - স্টাম্প মাইকে কোহলির স্লেজিং

প্রথম টি-২০ ম্যাচ শেষে স্টেডিয়ামের দুই নং গেটের বাইরে দাঁড়িয়েছিলেন ঐ ভক্ত। বোনের মার খেয়ে কান্না করছিল। এমন সময় অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অনুরোধ করেন তাকে তামিম ইকবালের সাথে দেখা করার সুযোগ করে দেয়ার জন্য। পুলিশ তাকে তামিমের কাছে নিয়ে গেলে সে তামিম ইকবালকে জড়িয়ে ধরে। ভক্তের পাগলামির কথা জানতে পেরে তাকে জার্সি উপহার দেন তামিম ইকবাল। শুধু তাই নয়, বাসায় ফোন দিয়ে তাকে না মারার জন্য অনুরোধও করেন তামিম।

পুরো ঘটনাটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এসএলও মোহাম্মদ হাসিব রহমান ওয়ার্সি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভক্তকে জার্সি উপহার দেওয়ার মুহূর্তের ছবি সহ প্রকাশ করলে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এর আগেও ক্ষুদে ভক্তের ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন তামিম। ২০১৭ সালে তাদওয়ার নামের এক ভক্ত ভালোবেসে চিঠি পাঠিয়েছিলেন তামিমকে। সেই চিঠির ছবি তামিম ইকবাল প্রকাশ করেছিলেন তার ফেইসবুক পাতায়। ধন্যবাদ জানিয়েছিলেন তাদওয়ারকে। তাদওয়ারের মতো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম লিখেছিলেন, এ ধরণের ভক্তদের জন্যই আমরা খেলে থাকি।


আরো পড়ুন ঃ ভক্তের চিঠিতে মুগ্ধ তামিম 


 

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

বরফের দেশে ক্রিকেট উত্তাপ

দাপুটে জয়ে নারিশ কর্পোরেট টুর্নামেন্ট শুরু পপুলারের

বক্তব্য দেওয়া হলো না শচীনের

টি-১০ টেস্টের প্রস্তাব ওয়াকারের

Leave A Comment