SCORE

সর্বশেষ

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের টি-২০ অধিনায়ক ডুমিনি

আগামী মঙ্গলবার থেকে শুরু হবে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। আর এ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস চোটের কারণে নেই দলে। তার পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন অলরাউন্ডার জেপি ডুমিনি।

প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন ফাফ ডু প্লেসিস। সেই চোটের কারণে টি-২০ সিরিজেও নেই তিনি।

দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে লেগ স্পিনার ইমরান তাহিরকে। সুযোগ পেয়েছেন দুই স্পিনার অ্যারোন ফাঙ্গিসো এবং তাবরাইজ শামসিকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ কিছুদিন পরেই। সেই সিরিজে হাশিম আমলা এবং এইডেন মারক্রামকে ক্লান্তিমুক্ত পাওয়ার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। তবে দলে নেওয়া হয়েছে এব ডি ভিলিয়ার্সকে।

Also Read - নতুনদের যথেষ্ট সুযোগ দেওয়ার পক্ষে তামিম

টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হেনরিক ক্লাসেন। সুযোগ পেয়েছেন ডান হাতি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার জুনিয়র ডালা। জাম্বিয়ায় জন্মগ্রহণ করা জুনিয়র ডালা প্রথমবারের মতো ডাক পেলেন দলে।

সিরিজের চতুর্থ ওয়ানডেতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে এক দুর্দান্ত জয় এনে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন।  ২৭ বলে ৪৩ রানের এক বিস্ফোরক ইনিংস খেলে সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়ে সবার নজর কাড়েন ক্লাসেন। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজেই টি-২০ অভিষেক হতে পারে ক্লাসেনের।

তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। ২১ ফেব্রুয়ারি পোর্ট এলিজাবেথে মুখোমুখি হবে দুই দল। ২৪ ফেব্রুয়ারি সিরিজের শেষ টি-২০ হবে কেপটাউনে।

দলে আরেক নতুন মুখ ক্রিশ্চিয়ান জোনকার। ৩১ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান ডাক পেয়েছেন দলে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: জেপি ডুমিনি (অধিনায়ক), ফারহান বিহারডিন, জুনিয়র ডালা, এবি ডি ভিলিয়ার্স, রিজা হেন্ডরিকস, ক্রিশ্চিয়ান জোনকার, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস মরিস, ডেন প্যাটারসন, অ্যারোন ফাঙ্গিসো, আন্দিলে  ফেহলেকায়ো, তাবরাইজ শামসি, জন-জন স্মাটস।

আরও পড়ুনঃ নতুনদের যথেষ্ট সুযোগ দেওয়ার পক্ষে তামিম

Related Articles

‘পেস বোলাররা এক ফরম্যাটে খেলবেন’

চান্দিমালের বদলি অধিনায়ক লাকমল

চ্যাম্পিয়ন্স ট্রফির কফিনে আইসিসির পেরেক

পরাজয়ের বৃত্তে বন্দী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে টাইগাররা