SCORE

Trending Now

মুমিনুলের জন্য শ্রীলঙ্কার আলাদা পরিকল্পনা

Share Button

ঘরের মাটিতে মুমিনুল হক বরাবরই অপ্রতিরোধ্য। শ্রীলঙ্কার বিপক্ষে তো তার ব্যাটিংয়ের জবাবই নেই। শেষ তিন ইনিংসের তিনটিতেই লঙ্কানদের বিপক্ষে পেয়েছেন শতকের দেখা। সাগরিকায় শেষ ম্যাচে তো টাইগারদের হয়ে দুই ইনিংসেই শতক হাঁকিয়ে ম্যাচ বাঁচানোর সাথে গড়েছেন রেকর্ড। এত অর্জনের ফলে এবার তাকে নিয়ে আলাদা করে ঢাকা টেস্টে ভাবতেই হচ্ছে লঙ্কান শিবিরকে।

সেঞ্চুরির পর মুমিনুল হকের উদযাপন।
সেঞ্চুরির পর মুমিনুল হকের উদযাপন।

দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে নিয়ে যে আলাদা পরিকল্পনা আঁটছেন লঙ্কানরা তা ম্যাচের আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোলাসাই করে দিলেন বিপক্ষ দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল।

বাঁহাতি এই ব্যাটসম্যানকে প্রশংসার সাগরে ভাসিয়ে লঙ্কান অধিনায়ক জানালেন এবার ঢাকা টেস্টে থাকছে আলাদা ধরণের পরিকল্পনা। “চট্টগ্রামে সে অসাধারণ ক্রিকেট খেলেছে। সে টেস্টে ক্রিকেটে খুব ভালো, তার টেম্পারামেন্ট খুব ভালো। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সহজ কাজ নয়। এটা সব সময়ই বিশেষ কিছু।”

Also Read - টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

বোলাররা মাঠে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই অপ্রতিরোধ্য মুমিনুলকে থামানো সম্ভব। তাই লঙ্কান অধিনায়কের নজর থাকছে মুমিনুল হককে থামানোর জন্য দলের বোলারদের উপরই। “ওর জন্য এই ম্যাচে আমাদের কিছু পরিকল্পনা থাকবে। আশা করি, মাঠে বোলাররা তা বাস্তবায়ন করতে পারবে।”

মুমিনুল হকের অফ স্পিনে দুর্বলতা আছে তাছাড়া পেস ও বাউন্স মোকাবেলায়ও সমস্যা রয়েছে চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ থাকাকালীন সময়ে এমন রব উঠলেও সাগরিকায় দুই ইনিংসে সফলতার সাথে শতক তুলে নেওয়ার পথে নিজেকে প্রমাণ করেছেন মুমিনুল, ভেঙ্গেছেন এই সকল ভ্রান্ত ধারণার। রেকর্ড জোড়া শতকে জানান দিয়েছেন অফ স্পিন ও পেসে নিজের পরিপক্কতার।

শ্রীলঙ্কার বিপক্ষে ৬ টেস্টের ১১ ইনিংসে ব্যাট করে ৬২ গড়ে ৬২০ রান সংগ্রহ করলেও ঘরের মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ টেস্টের ৬ ইনিংসে মুমিনুলের সংগ্রহ  ৩ শতক ও এক অর্ধশতকে ৪৫২ রান। গড়টাও আকাশচুম্বী ৯০.৪০!


আরও পড়ুনঃ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

Related Articles

দল থেকে ছিটকে পড়লেন চান্ডিমাল

ওয়ানডে দলে ফিরছেন চান্ডিমাল, থিরিমান্নে

Leave A Comment