SCORE

Trending Now

লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে চায় শ্রীলঙ্কা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরার দুর্দান্ত দুই বড় ইনিংসে ভর করে এগোতে থাকা শ্রীলঙ্কার হাতেই রয়েছে এখন এই টেস্টের নাটাই।

শতকের পর মেন্ডিস

তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে বরাবরের মতো সংবাদ সম্মেলনে আসেন ব্যাটিং কোচ থিলান সামারাবীরা। এ সময় তিনি জানান লঙ্কানদের বর্তমান লক্ষ্য সম্পর্কে। সামারাবীরা জানান, চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে চায় শ্রীলঙ্কা, তাতে বাংলাদেশের বিপক্ষে বড় একটি লিড পাওয়ার সম্ভাবনা থাকবে দলটির।

Also Read - রাজ্জাককে একাদশে না নেওয়ার কারণ ব্যাখ্যা সুজনের

সামারাবীরা বলেন, ‘আমরা চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে চাই। তারপর পরবর্তী লক্ষ্য নির্ধারণ করবো।’

কী হতে পারে চট্টগ্রাম টেস্টের পরিণতি? শ্রীলঙ্কাই বা নিজেদের অবস্থান বিবেচনায় কী ভাবছে? উত্তরটি নিয়ে ধোঁয়াশাই রেখে দিলেন সামারাবীরা। টেস্টের পরিণতি নিয়ে এখনই ভাবছেন না তিনি, বরং পরের দিনের খেলার প্রথম দুই ঘণ্টাই তার দলের ভাবনা, ‘এখন পর্যন্ত আমরা কোনো কিছু ভাবছি না। আমাদের লক্ষ্য চতুর্থ দিনের প্রথম দুই ঘণ্টা ভালো করা। কারণ ওই সময়টা কঠিন।’

তবে টাইগারদের বিপক্ষে বড়সড় একটি লিড নিতে চায় শ্রীলঙ্কা। সামারাবীরা আরও বলেন, ‘ম্যাচের এখনও ১৮০ ওভার আছে। এখনি কোনো কিছু বলা যায় না। তবে আমাদের তিনজন ভালো স্পিনার আছে। প্রথম ইনিংসে ভালো লিড নিতে পারলে ভালো কিছু হতে পারে।’

তৃতীয় দিনের খেলায় ১৯৬ রানের মাথায় সাজঘরে ফেরেন কুশল পেরেরা। এর আগে টাইগারদের বিপক্ষেই এক টেস্টে আউট হয়েছিলেন ১৯৪ রানে। দ্বিশতক হাতছাড়ার এই আক্ষেপ পোড়াচ্ছে ব্যাটিং কোচ সামারাবীরাকেও। তিনি বলেন, ‘খুবই হতাশার। দু’টো ডাবল সেঞ্চুরিই করতে পারলে তার জন্য ভালো অর্জন হতো। কারণ তার বয়স মাত্রই ২৩। তার জন্য বড় সুযোগ ছিল। কিন্তু সে পারেনি। দুটো ডাবল সেঞ্চুরি হলে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্যও ভালো কিছু হতো।’

আরও পড়ুনঃ ‘অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে’

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

দুই পেরেরার পর দেশে ফিরছেন মালিঙ্গাও

Leave A Comment