SCORE

Trending Now

সিলেট ম্যাচের টসে বিশেষ কয়েন

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরুর পর কেটে গেছে প্রায় চার বছর- অথচ রোববারই কিনা এই মাঠে প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তবে সে যা-ই হোক, আক্ষেপ লুকিয়ে ‘প্রথম’-এর রোমাঞ্চ এখন পুরো সিলেট জুড়ে। টাইগারদের প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে নেই প্রস্তুতির কমতি।

১০ মিনিট এগিয়ে সিলেট স্টেডিয়ামের ঘড়ি!

আর সিলেটে টাইগারদের অভিষেক ম্যাচকে ‘বিশেষ’ করে রাখতে ম্যাচের টসের জন্য রাখা হয়েছে বিশেষ কয়েনের ব্যবস্থা। বিশেষায়িত কয়েন দিয়েই ম্যাচে টস করতে নামবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অধিনায়ক।

Also Read - টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে যাচ্ছে সিলেট

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল একটি জাতীয় দৈনিককে বলেন, ‘আমাদের অত্যন্ত গর্বের একটি দিন। চার বছর আগে এ স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করেছে। কিন্তু এবারই প্রথম বাংলাদেশ দল এ মাঠে নামছে। আজ লাল সবুজে রঙ্গিন হবে এ স্টেডিয়াম।’

টসের জন্য রাখা বিশেষ কয়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই কারণে আমরা বিশেষ কয়েনে ম্যাচে টস করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও দুই দলের ক্রিকেটার ও অতিথিদের দেয়া হবে বিশেষ সম্মাননা স্মারক। আর কাল (আজ) দুই দল যখন মাঠে আসবে তখন তাদের বরণ করে নেয়া হবে ফুল ও উৎসবমুখর পরিবেশে।’

সম্প্রতি বিপিএলের মতো হেভিওয়েট আসর সফলভাবে আয়োজন করে সবার প্রশংসা কুড়িয়ে নেয় সিলেট। নিজেদের মাটিতে টাইগারদের প্রথম ম্যাচকে ঘিরে পুরো শহর ঢেকে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। নিরাপত্তাব্যবস্থা ও নির্দেশনা মেনে চলে সিলেটবাসীও ইতিবাচক সাড়া দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জুয়াড়িদের রুখতে শক্ত হাতে মাঠে নেমেছে প্রশাসন।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। অতঃপর শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজ সমাপ্তিসূচক টি-২০ ম্যাচটি এই মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ এবার মালয়েশিয়ার দ্বারস্থ পাকিস্তান

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

হৃদয় ভাঙা হারে ম্রিয়মান শততম টেস্ট জয়ের স্মৃতি

গর্বের ম্যাচে নায়ক মাহমুদউল্লাহ-সাকিবদের পার্শ্বনায়ক মানজারুল!

বাংলাদেশের জয়ে টুইটার প্রতিক্রিয়া

ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন সাকিব

প্রিভিউ : অলিখিত সেমি-ফাইনালের সামনে বাংলাদেশ

Leave A Comment