SCORE

সর্বশেষ

আত্মবিশ্বাসী মুশফিক স্বপ্ন বুনছেন ফাইনালের

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর যেন আর হারের বৃত্ত থেকে বেরই হতে পারছিল না বাংলাদেশ দল। এক টেস্ট বাদে হেরেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ। সেই পরাজয়ের ধারা অব্যাহত ছিল শ্রীলঙ্কায়ও। নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেট হারে মুশফিকরা।

আত্মবিশ্বাসী মুশফিক স্বপ্ন বুনছেন ফাইনালের

নিদাহাস ট্রফির মিশন শুরুর আগে মুশফিক জানিয়েছিলেন একটি জয় বদলে দিতে পারে দলের চেহারা। সেই জয়ের সন্ধানে ছিল শ্রীলঙ্কা সফরেও। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত জয়টি তবে সেটি একটু অন্যভাবে। ঘরের মাঠে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম ২১৫ রানের টার্গেট তাড়া করে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

Also Read - প্রধান কোচের ভূমিকায় এখনই নয়, তবে....

এই জয়ে ব্যাট হাতে জয়ের নায়ক মুশফিকুর রহিম। এই উইকেটকিপার ব্যাটসম্যান একাই ৩৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন টি-টোয়েন্টির সেরা জয়টি। লঙ্কানদের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল, জানিয়েছেন খোদ মুশফিক। গত কয়েক মাসের পরিশ্রমের ফল পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

“জয়টা আমাদের খুব করে দরকার ছিল। দেশ ছাড়ার আগেই বলেছিলাম যে জয়টা যত দ্রুত পাব, দলের জন্য তত ভালো। সেটা এসেছে, ভালো লাগছে। আমাদের সামনে আরও দুটি ম্যাচ আছে। পুরো দল যে আত্মবিশ্বাস পেয়েছে শেষ ম্যাচ থেকে, সেটা যেন ধরে রাখতে পারি। মোমেন্টামটা খুব দরকার ছিল, আশা করি এটা আমাদের সঙ্গেই থাকবে।”

তিনি আরও যোগ করেন, “হয়ত এটি একটিই জয়। তবে খারাপ সময়ের মধ্যেও যেভাবে আমরা অসাধারণ একটা ম্যাচ জিতলাম, এটা অনেক আত্মবিশ্বাস জোগাবে। শেষ কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সেটির ফল পেয়েছি।”

দলের এই জয়ে নিদাহাস ট্রফির ফাইনাল খেলার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। তবে ফাইনালে যাওয়ার অঙ্কটা একটু কঠিন। শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে যে দল হারবে, জিততে হবে তাঁদের বিপক্ষে। তাহলেই ফাইনালের যাওয়ার রাস্তাটা পরিস্কার হয়ে যাবে মুশফিক-রিয়াদদের জন্য।

নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামী বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এক জয়ে ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চান এই ম্যাচে। শুধু এটিই নয়, এই আত্মবিশ্বাসকে পুঁজি করে ফাইনালে উঠার সম্ভবনার কথা জানিয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান।

“যে আত্মবিশ্বাসটা দরকার ছিল, গত ম্যাচ থেকে সেটা পেয়েছি। আশা করি এটা ধরে রাখতে পারব। ফাইনালের অনেক বড় সুযোগ আছে। এখনও দুটি ম্যাচ আছে আমাদের। আমরা পরিকল্পনা করছি সেভাবেই। যদি পরিকল্পনার বাস্তবায়ন করতে পারি, আশা করি, পরের ম্যাচ দুটি জিতে ফাইনালে উঠব।” 

আরও পড়ুনঃ এবার হয়তো ভাববেন যে আমি পারিঃ মুশফিক

Related Articles

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’