SCORE

সর্বশেষ

নিদাহাস ট্রফিতে না খেলা কোহলির ‘সাবধানী পদক্ষেপ’!

তিন জাতির নিদাহাস ট্রফিতে ভারত অংশ নিলেও দলে নেই অনেক তারকা ক্রিকেটার। এর মধ্যে একজন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলিই। আসর শুরুর বেশ আগেই তিনি বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন। তার মতো বিশ্রাম চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও কুলদিপ যাদব।

নিদাহাস ট্রফিতে না খেলা কোহলির 'সাবধানী পদক্ষেপ'!

বোর্ড অবশ্য এই ছয় ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে। সিনিয়র ক্রিকেটার ছাড়া ভারত আসরের শুরুতে ধাক্কা খেলেও এখন ফিরেছে ছন্দে। এরই মধ্যে কোহলি জানালেন, তার ফিটনেস ও ক্যারিয়ার সম্পর্কিত এক সাবধানী পদক্ষেপই এই নিদাহাস ট্রফিতে অংশ না নেওয়া।

Also Read - নাহিদুলের ব্যাটে চড়ে জয় প্রাইম ব্যাংকের

দীর্ঘদিন ধরে মাঠে সময় কাটানো কোহলি গত ডিসেম্বরে দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় বিশ্রাম নেন। বিবাহের শুভ কাজটাও সেরে ফেলেন তখন। এরপর দুই মাস যেতে না যেতেই আবারও বিশ্রাম। কোহলি জানিয়েছেন, টুকটাক ইনজুরিতে ভুগছেন তিনি। ভারতের হয়ে টানা ক্রিকেট খেলার ধকলকে ‘হাড় ভাঙা পরিশ্রম’ আখ্যা দিয়ে সম্প্রতি কোহলি বলেন, ‘আমার কিছুটা চোট রয়েছে। সেগুলো সারিয়ে উঠছি। কিন্তু মনে হচ্ছে হাড় ভাঙা পরিশ্রমটা আর শরীর নিচ্ছে না। আমার শরীর, মন, ক্রিকেট সবকিছু নিয়ে আমাকে খুব সাবধানে এগোতে হবে।’

বিশ্রামের সময়গুলো কোহলির কাছে পাচ্ছে বেশ গুরুত্ব। অবসর কড়ায়গণ্ডায় উপভোগ করা কোহলি বলেন, ‘এই সময়গুলো খুব খুব গুরুত্বপূর্ণ। আমি দারুণ উপভোগ করছি। সেটা করতে গিয়ে একটা ইঞ্চিও ছাড়ছি না।’

তার দৃষ্টিতে, বিশ্রামটা অত্যন্ত প্রয়োজন ছিল। বিশ্রামের সময়টুকুতে দলের খেলাও দেখছেন না তিনি, ‘সত্যিই এই বিশ্রামটা আমার শরীরের অত্যন্ত প্রয়োজন ছিল। যদিও খোঁজখবর রাখছি, কিন্তু এখন একেবারেই টিমের খেলা দেখছি না।’

কোহলির শারীরিক ধকল তবে এতটাই ছিল যে, মাঠের বাইরে থাকার সময়ে মাঠকে মিসও করছেন না তিনি! তার ভাষ্য, ‘এখন একেবারেই মনে হচ্ছে না, মাঠে থাকলে ভালো হত। কারণ, এবার শরীরের কথা শুনতে শুরু করেছি।’

আরও পড়ুনঃ প্রিমিয়ার লিগে রেকর্ড গড়লেন ইয়াসিন

Related Articles

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’

লঙ্কান দর্শকরা ভুল বুঝেছিল বাংলাদেশকে!