SCORE

Trending Now

পি সারা ওভালে রোমাঞ্চিত তামিম

এক বছর আগে এই মাঠেই লেখা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের নতুন কাব্য। নিজেদের ইতিহাসের শততম ম্যাচে কলম্বোর এই পি সারা ওভালেই স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ।

তামিম উইকেটে থাকলে টেনশনে থাকবেন হাথুরুসিংহে!

ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের ৮২ রানের লড়াকু এক ইনিংসে বাংলাদেশ পেয়েছিল জয়ের ভিত। নিদাহাস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। দলের প্রথম অনুশীলন সেশনের ভেন্যু এই পি সারা ওভাল স্টেডিয়ামই।

Also Read - পেসারদের জন্য বিসিবির সুখবর

আগের দিন পিএসএল খেলেই তড়িঘড়ি করে যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্লান্ত তামিম তাই বিশ্রাম পেলেন প্রথম দিনের অনুশীলন শেষে। তবে বিশ্রাম বলতে ছিল ব্যাট হাতে ঘাম না ঝরানোটাই। দলের সাথে মাঠে এলেন ঠিকই। আর এই মাঠে আগমন তাকে করে তুলল স্মৃতিকাতর।

এই মাঠেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা জয় এনে দিয়েছিলেন তিনি। শততম টেস্টের দলে যারা ছিলেন, স্টেডিয়ামে পা রেখে রোমাঞ্চিত বোধ করেছেন সবাই-ই। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডিনিউজ২৪কে তামিম বলেন, ‘সবার মধ্যে খুব ভালো অনুভূতি কাজ করছে। এই মাঠে এসে ড্রেসিং রুমে ঢুকলাম, মাঠটা দেখলাম, সেই স্মৃতিগুলো মনে পড়ছে।’

স্মৃতিবহুল মাঠে পদার্পণ করে তামিম যেন হুবহু ফিরে পেলেন সেদিনের স্মৃতি, ফিরে গেলেন সেই দিনটিতেই। শুধু তারই নয়, দলের সবারই মনে পড়ল ঐতিহাসিক শততম টেস্ট জয়ের কথা। অতীত যেন হয়ে উঠল জ্যান্ত!

তামিম বলেন, ‘সেই সময় যে টেনশন ছিল, একসময় ম্যাচ হারার অবস্থা ছিল, তার পর জিতলাম, মুহূর্তগুলি চোখের সামনে ভাসছে। শুধু আমার না, যারা ছিল, সবারই মনে পড়ছিল সেসব স্মৃতি।’

এই মাঠের সূখস্মৃতি বাংলাদেশকে রোমাঞ্চ জাগাবে আজীবনই। তামিমও জানালেন, ভালো স্মৃতি থাকলে তার স্পর্শও পেতে ইচ্ছে হয় বারবার।

বাঁহাতি ওপেনার বলেন, ‘সুখস্মৃতি আছে, সেখানে ফিরে আসলে সবসময়ই ভালো লাগে।’

উল্লেখ্য, আগামী ৮ মার্চ ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ মুস্তাফিজকে ম্যাককালামদের ধন্যবাদ ও শুভ কামনা

Related Articles

ইঞ্জুরিতে শেষ দুই রাউন্ড মিস করবেন তামিম, তাসকিন, মিরাজ

ইনজুরির শিকার মুশফিক

‘খেলতে গেলে চোটে পড়তেই পারে’

ইনজুরির শিকার তাসকিন-মিরাজ

টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন স্মিথ