SCORE

Trending Now

হাথুরু প্রসঙ্গ উঠতেই বিরক্তি প্রকাশ তামিমের

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন প্রায় চার মাসের মতো হয়েছে। বাংলাদেশ এখনো কোন কোচ খুঁজে না পেলেও সমর্থকদের মন থেকে হাথুরুসিংহের ভূত যেন নামছেই না। গত নভেম্বরে তাঁর আচমকা বিদায়ে হৈচৈ শুরু হয় ক্রিকেট পাড়ায়। গত ত্রিদেশীয় সিরিজ থেকেই যেন হাথুরু ভূত মাথায় নিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দলের সমর্থকরা।

হাথুরু প্রসঙ্গে উঠতেই বিরক্তি প্রকাশ তামিমের
ফাইল ছবি

ক্রিকেটাররা তাঁর অধ্যায় ভুলে গেলেও মন থেকে সরেনি সমর্থকদের। তাইতো বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে যেন ত্রিদেশীয় সিরিজে মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা হলেও সমর্থকদের মনে লড়াইটা ছিল বাংলাদেশ-হাথুরুসিংহের।

ঘরের মাঠে সিরিজ শেষে হাথুরুর ভূত মাথা থেকে নামেনি নিদাহাস ট্রফিতেও। গত শনিবার শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাই আবারো উঠে এসেছে হাথুরু প্রসঙ্গ। তবে এবার বিরক্তি প্রকাশ করেছেন তামিম ইকবাল। নিদাহাস ট্রফির আগে এসব প্রসঙ্গে না কথা বলতে অনুরোধ করলেও বারবার তাকে নিয়ে প্রশ্ন উঠে আসায়, এবার তাঁর প্রসঙ্গে কথা বলতে নিষেধ করলেন  খোদ তামিম।

Also Read - করাচিতে পাকিস্তান উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

“তিনি আমাদের জন্য অনেক করেছেন। আমাদের ভালো দল হতে, বিশেষ করে ওয়ানডেতে তাঁর অবদান অবশ্যই ছিল। বারবার ওঁকে নিয়ে প্রশ্ন। তিনি এখন অন্য একটা দলের কোচিং করাচ্ছেন। এটা নিয়ে আমাদের আর না কথা বলাই ভালো। বর্তমানে আমাদের একটা কোচিং স্টাফ আছে। তারা চেষ্টা করছে যেন আমরা ভালো করি।”

তিনি আরও যোগ করেন, “আমরা খারাপ করেছি, এটা হাথুরু থাকলেও হতে পারত। আমরা খারাপ খেলেছি। অজুহাত দেওয়া উচিত না যে অমুক চলে গেছে বলে খারাপ করেছি। হাথুরু যখন ছিলেন, খেলোয়াড়েরা ভালো খেলেছে বলেই দল জিতেছে। আর তিনি চলে যাওয়ার পর খেলোয়াড়েরা খারাপ খেলেছে বলে হেরেছে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নিদাহাস ট্রফিতে আবারো শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দলের জয় কিংবা পরাজয়, যেটাই হোক না কেন নিশ্চয়ই কেউ চাইবেন না আবারো হাথুরুসিংহের প্রসঙ্গ উঠে আসুক।

আরও পড়ুনঃ এই মুশফিক, সেই মুশফিক 

Like
Like Love Haha Wow Sad Angry
21.4%42.9%7.1%14.3%7.1%7.1%

Related Articles

মুমিনুলের চোখে হাথুরুই সেরা কোচ

সাকিবের অন্তর্ভুক্তি চাপ মনে করছেন না হাথুরু

কোচ না পাওয়ার পেছনে আইপিএলের দায় দেখছেন নাফীস

শ্রীলঙ্কা— যেন ক্রিকেটের বার্সেলোনা!

ভারতকেই এগিয়ে রাখছেন হাথুরুসিংহে

Leave A Comment