SCORE

সর্বশেষ

নতুন কোচের কাছে শেখার চেষ্টায় মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিগত দুই আসর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। নতুন দলে বেশ উপভোগ করছেন মুস্তাফিজ। নতুন কোচের কাছ থেকে শেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি।

রবিবার ফেইসবুক পাতায় একটি ভিডিও আপলোড করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে ছিল মুস্তাফিজুর রহমানের সাক্ষাৎকার। মুস্তাফিজ বলেন, “এ বছর প্রথমবারের মতো আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছি। এর আগের দুই বছর আমি হায়দ্রাবাদে ছিলাম।”

দলের সিনিয়র ক্রিকেটার এবং কোচের কাছ থেকে নতুন কিছু শেখার চেষ্টা করছেন মুস্তাফিজ। জানিয়েছেন দলের কোচ এবং খেলোয়াড়- সবাই খুব সহায়ক মানসিকতার। মুস্তাফিজ বলেন, ”একটা নতুন ড্রেসিং রুম। অনেক সিনিয়র খেলোয়াড় আছে। আমার বয়সীও অনেকে আছে। টিম কম্বিনেশনটাও অনেক ভালো। কোচরা অনেক সহায়ক। অন্যান্য খেলোয়াড়রাও অনেক সহায়ক। সব সময় নতুন কোচের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি।”

Also Read - তুষার ইমরানের আশা 'এ' দল

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গী ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ। বুমরাহ এবং মুস্তাফিজ এ দুজনই নেতৃত্ব দিচ্ছেন মুম্বাইয়ের বোলিংকে। সতীর্থ বুমরাহর বেশ প্রশংসা করেছেন মুস্তাফিজ। ডেথ ওভারে বুমরাহর বোলিং অনেক ভালো হচ্ছে বলে মনে করেন মুস্তাফিজ। বুমরাহর সঙ্গে বোলিং করাটাও উপভোগ করছেন তিনি।

মুস্তাফিজ বলেন, “বুমরাহ এখন অনেক ভালো বোলিং করছে। বিশেষ করে ও ডেথ ওভারে অনেক ভালো বোলিং করে। দুইজন একসাথে বোলিং করতে পারছি। আমার খুব ভালো লাগছে। “

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিন ম্যাচেই মাঠে নেমেছেন কাটার-মাস্টার মুস্তাফিজ। তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। তবে এখনো জয়ের দেখা পায়নি মুস্তাফিজের দল। তীরে এসে তরী ডুবেছে তিন ম্যাচেই। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।

দেখুন মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুম্বাইয়ের বানানো ভিডিওটি-


আরো পড়ুন :  ইনজুরির শিকার মুশফিক


 

Related Articles

টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি কলকাতা-রাজস্থান

সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই

সাকিবের কাছে হার মানলেন রশিদ

চেন্নাইয়ের বিপক্ষে সাকিবদের ফাইনালে ওঠার লড়াই

নিজে হারলেও মুম্বাইয়ের পরাজয়ে প্রীত প্রীতি!