SCORE

সর্বশেষ

রশিদকে নিয়ে ভাবতে মানা তামিমের

আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের বড় হুমকি আফগান স্পিনার রশিদ খান।

বিপিএলের পঞ্চম আসরে একই দলের হয়ে খেলেন তামিম, রশিদ।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ফর্ম রশিদের। আইপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার লড়াই। এই রশিদকে কাছ থেকে দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুজনেই ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়। ফলে রশিদের ব্যাপারে আগাগোড়া জানা আছে তামিমের।

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে হোম অব ক্রিকেটে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। শনিবার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে রশিদ খান প্রসঙ্গে তামিম বলেন, ‘ওর কুইক আর্ম অ্যাকশন সবচেয়ে কঠিন। আগে ওর অ্যাকুরেসি তেমন ভালো ছিল না। এখন সেখানেও উন্নতি করেছে, এখন সে খুবই অ্যাকুরেট।’

Also Read - মুশফিকের এতসব অর্জনের পরও বাবার আক্ষেপ

তবে রশিদের ভালো বোলিংকে কোনো হুমকি হিসেবে নিচ্ছেন না তামিম। তার মতে, নিজেরা ঠিকমতো খেলতে পারলেই পরাভূত করা যাবে রশিদের বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণকে।

তামিম বলেন, ‘বিশ্বসেরা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে খুব ভালো বোলিং করছে। তাই বলে এমন নয় যে ওকে খেলাই যাবে না। আমরা নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারলে যে কোনো বোলিংয়ের মুখোমুখি হওয়াই কঠিন হবে না।’

রশিদকে নিয়ে বাংলাদেশ দলে যে দুশ্চিন্তার নহর বয়ে চলেছে, এটি হতে পারে ক্ষতির কারণ। তাই তামিম নিষেধ করলেন রশিদকে নিয়ে ভাবতেই-

‘কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করলে অনেক সময় জানা জিনিসও ভুল হয়ে যায়। তাই রশিদকে নিয়ে চিন্তা না করে, নিজেদের নিয়ে ভাবাই ভালো হবে আমাদের জন্য।’

নিজেদের সামর্থ্যের প্রতি ইঙ্গিত করে তামিম বলেন, ‘এ মুহূর্তে সে হয়তো বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। তবে আমরা এমন অনেক চ্যালেঞ্জ জিতেছি এর আগে। আশা করি এবারও জিতবো।’

আরও পড়ুনঃ লর্ডসে ভালো করতে চান তামিম

Related Articles

স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম

“খেলায় আপস অ্যান্ড ডাউনস থাকবেই”

আলোচিত ব্যাঙ্গালোর টেস্টে যত রেকর্ড

আফগানদের পরাজয়ে প্রোটিয়াদের স্বস্তি!

দু’দিনেই শেষ ব্যাঙ্গালোর টেস্ট