অখ্যাত ইফতিখারের বোলিংয়ে অল্পেই থামল জিম্বাবুয়ে
রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের আভাস পাচ্ছে পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের ইনিংস মাত্র ২০৬ রানে গুটিয়ে যাওয়ায় জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়েছে স্বাগতিকরা।

রবিবার (১ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক চামু চিবাবা। তবে নিজের সিদ্ধান্তের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হন নিজেই। দলীয় ১৮ রানে হারিস রৌফের শিকার হয়ে সাজঘরে ফেরেন মাত্র ৬ রান করে।
চিবাবাকে অনুসরণ করেন মাত্র ৩ রানে ইনিংসের ইতি ঘটা ক্রেইগ আরভিনও। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেলর ক্রিজে এসে সঙ্গী হিসেবে পান ওপেনার ব্রায়ান চারিকে। তবে চারির ২৫ রানের ইনিংসও থেমে গেলে চাপ সামলানোর দায়িত্ব নিতে হয় শন উইলিয়ামসকে।
Also Read - সৌম্যকে নির্বাচকদের ব্যাটিং টিপসচতুর্থ উইকেটে টেলরের সাথে ৬১ রানের জুটি গড়েন উইলিয়ামস। টেলরের ইনিংস এদিন থেমে যায় ৩৬ রানে। তারপর একাই লড়ে গেছেন উইলিয়ামস। ওয়েসলে মাধেভেরে (১০), সিকান্দার রাজা (২) ও টেন্ডাই চিসোরোর (৭) বিদায় দেখে নিজেও সাজঘরে ফিরে যান। তার আগে ৭০ বলের মোকাবেলায় ৭৫ রান করেন ১০টি চার ও ১টি ছক্কার সহায়তায়।
পাকিস্তানের পক্ষে এদিন বল হাতে বাজিমাত করেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। অফ স্পিনে ক্যারিয়ারের ৫ ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া ৩০ বছর বয়সী ইফতিখার নিজের ষষ্ঠ ম্যাচে একাই শিকার করেন ৫ উইকেট। অভিষিক্ত মোহাম্মদ মুসা দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন হারিস রৌফ, ইমাদ ওয়াসিম ও ফাহিম আশরাফ।
সংক্ষিপ্ত স্কোর
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে : ২০৬/১০ (৪৫.১ ওভার)
উইলিয়ামস ৭৫, টেলর ৩৬, চারি ২৫
ইফতিখার ১০-২-৪০-৫, মুসা ৬.১-১-২১-২
জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২০৭ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।