Scores

অজিদের ধন্যবাদ জানালেন মুশফিক

বিভিন্ন কারণে বারবার সফর পেছানোয় একটা সময় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর এদেশের মানুষের কাছে হয়ে উঠেছিল স্বপ্নের মতো ব্যাপার। অবশেষে সকল জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া, কোনো সমস্যা ছাড়াই শেষ করেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়াকে 'ধবলধোলাই' করার লক্ষ্য মুশফিকের

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট পরবর্তী সংবাদ সম্মেলনে সফরে আসার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান মুশফিক।

Also Read - টেস্ট র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়লো বাংলাদেশের


মুশফিক বলেন, ‘এখানে এসে খেলার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ সম্ভবত ওরা হয়তো বুঝতে পারেনি, এখানে এমন লড়াইয়ের মধ্যে পড়তে হবে

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজকে মুশফিক দেখছেন অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন হিসেবে। পুরনো সাফল্যের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা বিশেষ করে প্রথম টেস্টে এগিয়ে ছিল, খুব ভালো করেছে আমরা এর আগে দেশের মাটিতে শেষ সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছি আমরা যদি এই ধরনের দলগুলোর সঙ্গে বেশি খেলার সুযোগ পাই তাহলে অনেক কিছু শিখতে পারবো লিওন যেভাবে বোলিং করেছে, ওয়ার্নার যেভাবে ব্যাট করেছে আমরা এগুলো শিখতে পারব সামনে আমাদের বেশ কিছু খেলা আছে আমরা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাব শ্রীলঙ্কা এখানে খেলতে আসবে আমরা এভাবে খেলতে থাকি, ধাবারাহিকতা দেখাতে পারি, আমি আশাবাদী ভবিষ্যতে আমারা আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাব

সিরিজ শুরুর আগে হুঙ্কার জানিয়ে কথার লড়াই জমিয়ে তুললেও পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া নিয়ে সংশয় ছিল মুশফিকেরও। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ও টেস্ট দলের অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতবো মনে হয়নি তবে প্রাপ্তি অনেক বড় আর আমাদের জন্য এটা খুব একটা সহজ ছিল না দেশের মাটিতে আমরা / মাস পর টেস্ট খেলেছি এটা খুব একটা সহজ নয় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জিতেছি এটা তো অবশ্যই অনেক বড় প্রাপ্তি

তবে দ্বিতীয় টেস্টে আরও ভালো না করার আক্ষেপও রইল তার কণ্ঠে, আরও ভালো করার সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচে, সেটা আমরা হারিয়েছি দ্বিতীয় ইনিংসের কারণে তবে সব মিলিয়ে অনেক ভালো একটা সিরিজ গেছে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সিরিজ ড্র করা অনেক বড় অর্জন একটু আক্ষেপ আছে আমরা আরেকটু ভালো করলে এই ম্যাচটা হয়তো অন্য রকম হতে পারতো ভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, চেষ্টা করবো এর চেয়ে ভালো করার

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের