Scores

অজিদের বিপক্ষে শেষ তিন ওয়ানডের পাকিস্তান দল ঘোষণা

২০১৭ সালে অভিষেকের পর থেকেই নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দেখিয়েছেন কিঞ্চিৎ ঝলক, দ্বিতীয় ম্যাচে কিপটে বোলিং। তবুও ফাহিম আশরাফকে দেশে ফিরে যেতে হচ্ছে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার কেন ফিরে যাচ্ছেন দেশে?

কেন হুট করে দেশে ফিরছেন ফাহিম

ফাহিমের ভক্তদের অবশ্য মন খারাপ করার কোনো কারণ নেই। কেননা এই তরুণ ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন নেহাত বিশ্রামের জন্য।
স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য স্কোয়াড নির্ধারণ করেছে পাকিস্তান। তাতে প্রথম দুই ওয়ানডে বাকি সদস্যরা বহাল থাকলেও কাটা হয়েছে ফাহিমের নাম, কেননা শেষ তিন ম্যাচে না খেলে তিনি থাকবেন বিশ্রামে।

Also Read - মুম্বাইকে হারিয়ে দিল্লীর দারুণ সূচনা


পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজকে বিশ্বকাপের আগে পাকিস্তানের পরীক্ষানিরীক্ষা ও প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সিরিজটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭, ২৯ ও ৩১ তারিখ।

এই সিরিজে দলের সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক সরফরাজ আহমেদকেও বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজের অনুপস্থিতিতে অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকই গুরুত্বপূর্ণ এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন।

শুধু সরফরাজই নন, টানা ক্রিকেটের ধকল সামলাতে বিশ্রাম পেয়েছেন আরও পাঁচ ক্রিকেটার। এরা হলেন- বাবর আজম, হাসান আলী, ফখর জামান, শাহীন আফ্রিদি ও শাদাব খান। এই ছয় ক্রিকেটারের বিশ্রামের সাথে এবার যুক্ত হলেন ফাহিম আশরাফও।

ফাহিম আশরাফকে বিশ্রাম দেওয়ার মূল কারণ বিশ্বকাপের আগে দলের পেস বোলিং ইউনিটকে তরতাজা ও সুস্থ রাখা। যদিও অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হওয়া পাকিস্তানের এমন সিদ্ধান্ত অনেকের প্রশ্নের মুখে পড়েছে।

একনজরে শেষ তিন ওয়ানডের পাকিস্তান স্কোয়াড-

শোয়েব মালিক (অধিনায়ক), শান মাসুদ, ইমাম উল হক, হারিস সোহাইল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলী, সাদ আলী, উমর আকমল, জুনাইদ খান, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ

ওয়ার্নারদের ঝড়ে উড়ে গেল ভারত

ঝড়ো শতকে স্টয়নিসের রেকর্ডের ফুলঝুরি

অবসর ভাঙছেন পন্টিং-ওয়ার্ন-গিলক্রিস্টরা!

চড়া দামে বিক্রি হল ওয়ার্নের ব্যাগি গ্রিন