Scores

অজিরা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে, দাবি ল্যাঙ্গারের

ওভার রেট ধীর হওয়ার কারণে আর্থিক জরিমানা গোণার নজির দেখা যায় হরহামেশাই। তবে অস্ট্রেলিয়াকে হারাতে হয়েছিল পয়েন্ট। মাস দেড়েক আগের সেই পয়েন্ট জরিমানার ক্ষত এখনও শুকায়নি, বরং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হাতছাড়ার পর যেন নতুন করে ক্ষত হয়েছে! 

লজ্জা, ঘৃণায় নিজ দেশের দর্শকদের একহাত নিলেন ল্যাঙ্গার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। এই দুই দলের জায়গায় থাকতে পারত অস্ট্রেলিয়াই। ভারতের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে ধীর বোলিংয়ের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ৪ নম্বর কাটা যায় অজিদের। এই কর্তনই শেষপর্যন্ত ভারত ও নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার পার্থক্য গড়ে দিয়েছে।

Also Read - ভারতে এসে ওজন কমছে ইংলিশ ক্রিকেটারদের

ব্যাপারটি মেনে নিতে কষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের। নিছক ছোট্ট একটি ভুল এমন পরিণতি ডেকে আনবে, অস্ট্রেলিয়া দল তা যেন ঘুণাক্ষরেও ভাবেনি। দলের ম্যানেজার ছুটিতে থাকায় ওভার রেটের তোয়াক্কা করেননি ক্রিকেটাররা। শেষপর্যন্ত তাই কাল হয়ে দাঁড়িয়েছে, ডেকে এনেছে সর্বনাশ।

হতাশ ল্যাঙ্গারের কণ্ঠে তাই কেবলই অনুশোচনা। তিনি বলেন, ‘আমি বোধহয় সবচেয়ে বোকার মতো কথা বলতে চলেছি। আমাদের ম্যানেজার গাভিন ডোভে ক্রিস্টমাসের ছুটি কাটাতে গিয়েছিলেন। খেলার শেষে আমরা বুঝতে পারি যে ওভার রেট কম ছিল।’

যখন বুঝতে পারেন ধীর ওভার রেটের বিষয়টি, তখনই অধিনায়ক টিম পেইনের সাথে আলোচনা করছিলেন। শঙ্কা যে এভাবে সত্যি হবে তা হয়ত নিজেও ভাবেননি। ল্যাঙ্গার বলেন, ‘সাজঘরে কথা হচ্ছিল পেনের সঙ্গে। বলছিলাম এই কম ওভার রেট আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা বন্ধ করে দিতে পারে। সেটাই হল।’

Related Articles

চোটাক্রান্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া : একাধিক তারকাহীন লড়াই

বায়োবাবলে হাঁপিয়ে উঠেছেন স্টার্ক

অজিদের বিপক্ষে বার্বাডোজের পিচ দেখে চরম ক্ষুব্ধ পোলার্ড

স্টার্ক-জাম্পাদের সামনে ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণ

অস্ট্রেলিয়ার সিরিজ পেছানোয় ম্যাচ কমল পাকিস্তানের