
আবারো দুঃসময়ে ভারতীয় ক্রিকেট দল; শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। অস্ট্রেলিয়া সফররত ভারত আরেকটি পরাজয় এড়াতে যখন প্রাণপণে লড়ছে, তখন অস্ট্রেলিয়ার দর্শকরা মেতেছেন বর্ণবাদের ঘৃণ্য চর্চায়। আর এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
পিতৃত্বকালীন ছুটিতে থাকা কোহলি এখন ভারতে। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে তাই মুখ খুলতে হল ভারতে বসেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বর্ণবাদ ইস্যুতে দুটি পোস্ট করেছেন কোহলি। দুই পোস্টেই বর্ণবাদের প্রতি ঘৃণা প্রকাশ করে এসব অনাচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১০ জানুয়ারি) দেওয়া প্রথম টুইট বার্তায় কোহলি বলেন, ‘বর্ণগত নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া করুণ ঘটনা, অভদ্র আচরণের চূড়ান্ত শিখর। মাঠে এমন হতে দেখা সত্যিই কষ্টের।’
এরপর পৃথক আরেক টুইট বার্তায় কোহলি বলেন, ‘এই ঘটনাকে দ্রুততর গুরুত্বের সাথে দেখতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিৎ।’
সিডনিতে চলমান অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহসহ ৪ ভারতীয় ক্রিকেটারকে ক্রমাগত উত্যক্ত করছিলেন অজি দর্শকরা। তৃতীয় দিনের খেলা শেষে খেলোয়াড়রা অভিযোগ জানানোর পর বিসিসিআইও আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানায়।
তবে তাতেও শুধরাননি দর্শকরা। চতুর্থ দিনের শুরুতেও দর্শকরা সিরাজকে বানর বলে অভিহিত করতে থাকেন। বর্ণবাদী আচরণের অভিযোগ ভারতের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে অভিযোগ জানান। ম্যাচ রেফারির নির্দেশে পুলিশ ৬ জন দর্শককে গ্যালারি থেকে বের করে দেয়।
Racial abuse is absolutely unacceptable. Having gone through many incidents of really pathetic things said on the boundary Iines, this is the absolute peak of rowdy behaviour. It’s sad to see this happen on the field.
— Virat Kohli (@imVkohli) January 10, 2021
The incident needs to be looked at with absolute urgency and seriousness and strict action against the offenders should set things straight for once.
— Virat Kohli (@imVkohli) January 10, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।