Scores

অজি পেস তোপে অলআউট পাকিস্তান, নাসিমের অভিষেক

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে অস্ট্রেলিয়ান পেসারদের আক্রমণে আসাদ শফিক ছাড়া আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। পাকিস্তান অলআউট হয়েছে ২৪০ রানে। অভিষেক হয়েছে পাকিস্তানের আলোচিত পেসার নাসিম শাহের।

অজি পেস তোপে অলআউট পাকিস্তান, নাসিমের অভিষেক
অস্ট্রেলিয়া। ছবি- আইসিসি।

 

গ্যাবায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তানের দুই ওপেনার আজহার আলি ও শান মাসুদ দেখে শুনে শুরু করেন। উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। মাসুদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপরেই মাসুদের পথ ধরেন আজহার আলি, হারিস সোহেল ও বাবর আজম। ৭৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৭৮ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।

Also Read - সৌম্যর ঝড়ো ইনিংসের ইঙ্গিত


৭ রান করে ইফতিখার আহমেদও বিদায় নিলে ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ক্রিজে এসেই দ্রুত রান তুলতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ৩৪ বলে ৭ চারে ৩৭ রান করে কামিন্সের শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর ইয়াসির শাহকে সাথে নিয়ে দলের রান দুইশ পার করান শফিক। দলীয় ২২৭ রানে বিদায় নেন শফিকও। কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে তিনি করেন ১৩৪ বলে ৭৬ রান। পাকিস্তান অলআউট হয় ২৪০ রানে।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪টি, কামিন্স ৩টি জস হ্যাজলউড ২টি এবং নাথান লায়ন ১টি উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

টস পাকিস্তান

পাকিস্তান.২৪০/১০ ( ৮৬.২ ওভার)
শফিক ৭৬, আজহার ৩৯, রিজওয়ান ৩৭, মাসুদ ২৭, ইয়াসির ২৬
স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০, হ্যাজলউড ২/৪৬, লায়ন ১/৪০।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফাওয়াদের ১১ বছরের বিরতিতে বদলে গিয়েছেন কোহলি-স্মিথরা

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

‘পরিকল্পনাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ’

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

আইপিএল মামলায় মীমাংসা পাচ্ছেন স্টার্ক