“অতীত আর মনে করতে চাই না”
অনিয়ম যেন হয়ে উঠেছিল তার নিয়ম। শৃঙ্খলা ভাঙা যেন হয়ে দাঁড়িয়েছিল অভ্যাস। একাধিকবার শাস্তি পেয়েছেন। তবে সর্বশেষ শাস্তিটা বড় নাড়া দিয়ে গেছে। সেই শাস্তি থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় এবার সাব্বির রহমান। জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন, এটি তার দ্বিতীয় অভিষেক!
শৃঙ্খলাহীন জীবন নিন্দা কুড়িয়েছে বহুবার। সেই জীবন নিয়ে অনুতপ্ত সাব্বির রহমান বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের বললেন, ‘অতীত আর মনে করতে চাই না।’
শুধু তা-ই নয়, অযাচিত কিছু যাতে ভবিষ্যতে না হয় সেদিকে নজর রাখার প্রতিশ্রুতিও দিলেন। সাব্বির বলেন, ‘ভবিষ্যতে যেন তেমন কিছু না হয় সেদিকে খেয়াল রাখবো। নিজের বোধ আর অনুভূতির কাছেই দগ্ধ হচ্ছিলাম। কাউকে বলতেও পারছিলাম না। একইসঙ্গে চেষ্টা করছিলাম বিপিএলে যদি ভালো কিছু করতে পারি সুযোগ থাকবে এবং কিছুটা করে জাতীয় দলে ফিরেছি। দেখা যাক জাতীয় দলে ভালো কিছু করতে পারি কিনা।’
Also Read - নিষিদ্ধ হচ্ছেন সরফরাজ?নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারলে সেটি নিজের দ্বিতীয় জীবন ও দ্বিতীয় অভিষেক হবে জানিয়ে সাব্বিরের ভাষ্য, ‘আসলে এটা আমার সেকেন্ড লাইফ। প্রথম ম্যাচটা যখন খেলবো, আমার সেকেন্ড ডেব্যু হবে বাংলাদেশ দলে। চেষ্টা করবো এখান থেকে ভালো কিছু করার। আগের সাব্বির যেভাবে খেলেছে, সেভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করবো। কখনও ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস রাখবো এবং টিম ম্যানেজমেন্ট যা চায় তাই করবো।’
জাতীয় দলে ফেরার জন্য সাব্বির মঞ্চ হিসেবে ধরে নিয়েছিলেন বিপিএলকে। আর এই পরিকল্পনাটি ফলপ্রসূও হয়েছে। এবার তাই নিজের সেরাটা ঢেলে দেওয়ারই চেষ্টা তার, ‘বিপিএল অনেক বড় একটা মঞ্চ। আন্তর্জাতিক ম্যাচের মতোই হয় এখানে। ওরকমই প্রতিযোগিতা হয়, চাপ আসে। আমি ৮ ম্যাচ খেলেছি। ওভাবে রান করতে পারিনি। একটা ম্যাচে রান করেছি, ওটাই হয়ত আমাকে সাহায্য করেছে জাতীয় দলে ফিরতে। চেষ্টা করবো শেষ চার ম্যাচে ভালো খেলার। নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে।’
পরিশেষে ধন্যবাদ জানিয়েছেন দুঃসময়ে যারা সমর্থন যুগিয়েছেন তাদেরকে। সাব্বির বলেন, ‘বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, আমার উপর আস্থা রাখার জন্য এবং সাহায্য করার জন্য। আবারও ধন্যবাদ সবাইকে, আমার ফ্যান-ফলোয়ার যারা আছেন, যারা সাপোর্ট করে যাচ্ছেন, চেষ্টা করবো তাদের সম্মান রাখার জন্য এবং নিজের মান-সম্মান রেখে খেলার জন্য।’