Scores

‘অদ্ভুত’ কারণে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর বাতিল

সিরিজ তো কত কারণেই বাতিল হয়। আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ যে কারণে বাতিল হয়েছে, তাতে একটু অবাকই হতে পারেন। ম্যাচ টিভিতে দেখানো হবে না, এই অভিযোগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড।

অদ্ভুত কারণে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

মূলত কোন টেলিভিশন কোম্পানি খেলা সম্প্রচারের জন্য এগিয়ে না আসায় সিরিজ বাতিল করতে বাধ্য হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

Also Read - তিন শতাধিক রান তাড়া করে দোলেশ্বরের জয়


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি সরূপ আফগানিস্তান জিম্বাবুয়ের মাটিতে সিরিজ খেলার প্রস্তাব করে। হারারেতে আগামী ১৮ – ২৮ এপ্রিল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল।

তাই সিরিজের খরচ আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভাগ করতে রাজি হয়। তবে তাদের শর্ত ছিল যেন, সিরিজটি কোন টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। কিন্তু সিরিজটি সরাসরি সম্প্রচারের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড খরচ বহন করতে না চাওয়ায়, সিরিজটি বাতিল করে দেয়। তবে জিম্বাবুয়ে চেয়েছিল লাইভ স্ট্রিম করার। এই সম্প্রচার ইস্যুতে সিরিজ বাতিল করতে বাধ্য হয় জিম্বাবুয়ে।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ছিল আগস্টে। তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেই সিরিজ এগিয়ে আনা হয় এপ্রিলে। ১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মাঝে জিম্বাবুয়ের হারারেতে হওয়ার কথা ছিল পাঁচটি ম্যাচ। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আর্থিক দুরবস্থার কথা ভেবে সিরিজ আয়োজনের খরচ ভাগাভাগি করে নিতেও রাজি হয়েছিল আফগানিস্তান।

জিম্বাবুয়ে ক্রিকেটের ভারপ্রাপ্ত পরিচালক গিভমোর ম্যাকোনি সিরিজ বাতিল হওয়ায় হতাশ, ‘তাঁরা চেয়েছিলেন আমরা যেন ম্যাচগুলো টিভিতে দেখানোর ব্যবস্থা করি। কিন্তু এতে অনেক বেশি খরচ পড়ে যায়। যদিও সিরিজের অর্ধেক খরচ আফগানিস্তানও বহন করতো, তাও টিভিতে ম্যাচ দেখালে আমাদেরও অনেক টাকা খরচ হতো। টিভিতে ম্যাচ না দেখানোর কারণেই তাঁরা সিরিজ খেলতে আসবে না।’

বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সাথে দুই ম্যাচের দুটি ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের বিশ্বকাপ যাত্রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আইসিসির

অল্পের জন্য প্রাণে বাঁচলেন থমাস

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসিস