Scores

‘অদ্ভুত’ চোটের কারণে তৃতীয় টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

অদ্ভুত এক ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর এই চোটের কারণে ক্রাইস্টচার্চে হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।

‘অদ্ভুত’ চোটের কারণে তৃতীয় টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

বাংলাদেশের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় বাম কাঁধে টান লাগে উইলিয়ামসনের। ব্যাটিং করার সময়ও ব্যথা অনুভব করেছিলেন। এই চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে পারেননি। টেস্টের চতুর্থ দিন অর্থাৎ সোমবার (১১ মার্চ) স্ক্যান করানো হয়।

Also Read - টাইগারদের চাপ যেভাবে সামলালেন কিউইরা


মঙ্গলবার আসা সেই স্ক্যান প্রতিবেদনে জানা গেছে, উইলিয়ামসন এমন অদ্ভুত এক চোটে পড়েছেন যা ক্রিকেট বিশ্বে খুব কমই দেখা যায়। এমআরআই স্ক্যান প্রতিবেদন জানাচ্ছে, উইলিয়ামসনের বাম পেক্টোরালের মাইনর মাসলে গ্রেড ওয়ান টিয়ার দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র বলেন, ‘এটি দুর্লভ এক ইনজুরি। আমি মনে করি ক্রিকেট বিশ্বে হয়ত পাঁচবার এটি দেখা গিয়েছে। ফিজিও স্টাফরা বলাবলি করছিল তারা এই চোট নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। কারণ এটি বিরল এক চোট।’

‘এটা খুব বড় চোট নয়। তাই আমরা আশা করি কেন উইলিয়ামসন দ্রুতই ফিরবে। সে আগেও চোটে পড়েছে এবং দুর্দান্তভাবে ফিরেও এসেছে। আশা করি এবারও সে দারুণভাবে চোটকে হার মানাবে।’

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন রয়েছেন দুর্দান্ত ফর্মে। তার দ্বি-শতকের ইনিংস ভর করেই দল হ্যামিল্টন টেস্টে জয় পেয়ে দারুণভাবে টেস্ট সিরিজ শুরু করেছিল। ওয়েলিংটন টেস্টের একমাত্র ইনিংসেও ছিলেন উজ্জ্বল, ব্যথা নিয়েই ১০৫ বলের মোকাবেলায় খেলেন ৭৪ রানের ইনিংস। তার চোট ছোটখাটো হলেও দলের সদস্যদের কপালে তাই ফেলছে দুশ্চিন্তার ভাঁজ।

প্রসঙ্গত, তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে। এই ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ড অবশ্য সিরিজ জয় নিশ্চিত করেছে। সিরিজের প্রথম দুই টেস্টেই ইনিংস ব্যবধানে জয়লাভ করে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও টাইগারদের হোয়াইটওয়াশের সম্ভাবনা জাগিয়েছে স্বাগতিক দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে তোপের মুখে লুঙ্গি

সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

পর্ব ১ : ২২ গজ থেকে রাজনীতিতে গিয়েছেন যারা

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা