Scores

অধিকাংশ ফিক্সিংয়ে জড়িয়ে আছে ভারতের নাম, বলছে খোদ আইসিসি

ক্রিকেটে ফিক্সিং নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে ফিক্সিং নিয়ে আইসিসির মাথাব্যথা বেড়ে গেছে। বেড়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ শত চেষ্টা করেও ফিক্সিং বন্ধ করা যে সম্ভব হচ্ছে না! এরই মধ্যে আইসিসি দাবি করল, ফিক্সিংয়ের নষ্টের গোঁড়া নাকি ভারত, যারা ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রস্থলও।

অধিকাংশ ফিক্সিংয়ে জড়িয়ে আছে ভারতের নাম, বলছে খোদ আইসিসি
আইপিএলে ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস। ফাইল ছবি

শনিবার (২০ জুন) স্পোর্টস ল অ্যান্ড পলিসি বিষয়ক এক অনলাইন সেমিনারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসুর তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন জানিয়েছেন, তারা মোট ৫০টি ঘটনা তদন্ত করে এর বেশিরভাগ ঘটনায় ভারতের সংযুক্তি পেয়েছেন। তাই ভারতকেই এখন ফিক্সিংয়ের অভয়ারণ্য ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

Also Read - বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার


স্টিভ রিচার্ডসন বলেন, ‘আমরা ম্যাচ ফিক্সিংয়ের মোট ৫০টি ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। এর মধ্যে বেশিরভাগ ফিক্সিংয়েই জড়িয়ে আছে ভারতের নাম।’

উদ্বেগজনক এই তথ্যের পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘যে জুয়াড়িরা ভারতে নিয়মিত অপরাধ করছে তাদের তালিকা আছে আমাদের কাছে। তাদের কাছে ক্রিকেটাররাই শেষ আশ্রয়। মূল দোষ তাদের যারা এসব ক্ষেত্রে টাকা ব্যয় করে। এমন ৮ জনের নামও আমাদের কাছে আছে। ফিক্সিংয়ের তদন্ত আরও গভীরে গিয়ে করা হবে।’


ভারতের জমজমাট লিগ আইপিএলের ফিক্সিংয়ের ঘটনা ঘটেছিল ২০১৩ সালে। সেই ঘটনা ক্রিকেট বিশ্বকে তোলপাড় করে ফেলে। এখনো দেশটির ঘরোয়া অনেক টুর্নামেন্টে অহরহ ফিক্সিংয়ের ঘটনা ঘটে।

স্টিভ রিচার্ডসন মনে করেন, ভারতে ক্রিকেটীয় ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে জঘন্যতম এই অপরাধ অনেকটাই কমে যাবে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটে নতুন আইন চালুর আর্জি অশ্বিনের

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে সিদ্ধান্তহীনতায় আইসিসি

বিশ্বকাপের জন্য সুপার লিগ চালু করল আইসিসি

সৌরভকেই আইসিসির চেয়ারম্যান হিসেবে চান সাঙ্গাকারা

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা