Scores

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের পর বিরতি নিয়ে বসেছিলেন ফ্যাফ ডু প্লেসিস। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলা হয়নি। বিশ্রাম কাটিয়ে ওঠার আগেই দেন টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা।

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

তবে নেতৃত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার দিনেই দলে ফিরেছেন ডু প্লেসিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষিত হয়েছে সোমবার (১৭ ফেব্রুয়ারি)। ডু প্লেসিস অধিনায়কের পদ থেকে পদত্যাগ করায় টি-টোয়েন্টি দলের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ওয়ানডে অধিনায়ক কুইন্টন ডি ককের কাঁধে।

Also Read - সাকিব-রফিকদের পাশে বসার অপেক্ষায় মিরাজডু প্লেসিস ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস আক্রমণের বড় অস্ত্র কাগিসো রাবাদা। এনরিখ নর্টজেও ফিরেচেন স্কোয়াডে। রিজা হ্যানড্রিক্স, ব্যুরান হ্যানড্রিক্স ও সিসান্দা মাগালা দলে জায়গা হারিয়েছেন।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করলেও দলে অনিশ্চিত টেম্বা বাভুমা। তিনি ভুগছেন হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে।

চলতি মাসের ২১, ২৩ ও ২৬ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের ম্যাচ তিনটির ভেন্যু যথাক্রমে জোহানেসবার্গ, পোর্ট এলিজাবেথ ও কেপ টাউন।

একনজরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড

কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (ফিটনেসের উপর খেলা নির্ভরশীল), ফ্যাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, পিটে ভ্যান বিলজন, ডোয়াইনে প্রিটোরিয়াস, অ্যান্ডিলে ফেসুকায়ো, জন-জন স্মাটস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি, বিজর্ন ফরটুইন, এনরিখ নর্টজে, ডেল স্টেইন  হেইনরিখ ক্লাসেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

‘শীর্ষ অলরাউন্ডার হয়েও স্টোকসের মতো খ্যাতি পাই না’

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!

কোহলিকে স্লেজিং করে লাভ হয় না, বরং নিজের ক্ষতি!