Scores

অধিনায়কত্ব না করা নিয়ে মুখ খুললেন ইমরুল

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচের টস হতেই সবাই অবাক। গত আসরের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন যিনি, সেই ইমরুল কায়েস এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। এই দলে আবার আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ইমরুল

তাই নিয়মিত অধিনায়কের দায়িত্ব রিয়াদের কাঁধেই। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে রিয়াদ এখনো মাঠে ফিরতে পারেননি, এই ম্যাচেও ছিলেন না। বিপিএল শুরুর আগে শোনা গিয়েছিল- রিয়াদের অনুপস্থিতিতে ইমরুলই হবেন দলের অধিনায়ক।

Also Read - ইমরুলে ম্লান মিঠুন ঝড়কিন্তু চট্টগ্রামের হয়ে টস করতে এলেন রায়াদ এমরিট! ক্যারিবীয় ক্রিকেটারকে নেতৃত্বে দেখে সবাই অবাক। ম্যাচ শেষে অবশ্য নায়ক হয়ে রইলেন ইমরুলই। দারুণ এক অর্ধ-শতকে দলকে এনে দিয়েছেন শুভসূচনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন ইমরুল। শুরুতেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হল অধিনায়কত্ব নিয়ে। ইমরুল জানালেন- টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই তার বদলে এমরিটকে নেতৃত্ব দেওয়া হয়েছে।

ইমরুল বলেন, ‘এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। উনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। হয়ত বিদেশি ক্রিকেটারকে দিয়ে বেশি ভালো অধিনায়কত্ব হবে তাই তাকে দিয়েছে। যাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সে আগে অনেক অধিনায়কত্ব করেছে। ও অনেক অভিজ্ঞ। হয়ত টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছেন আমার চেয়ে ব্যাটার অপশন উনি, উনি ভালো করবে। এটা সবকিছু চিন্তা করেই আসলে দেওয়া হয়েছে।’

আগামী ম্যাচের পর রিয়াদই নেতৃত্ব দেবেন দলকে। ইমরুল মনে করিয়ে দিলেন সেটাও, ‘এটা তো দুই ম্যাচের ব্যাপার ভাই। তারপর তো রিয়াদ ভাই চলে আসবে।’

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার নেই, নেই ফ্র্যাঞ্চাইজি প্রথাটাই। তবে আছেন সেই দলের অধিনায়ক ইমরুল। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়ার পর আবার তাকে বাদ দিয়ে এমরিটকে দেওয়া হল নেতৃত্ব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এমন সিদ্ধান্তে নাখোশ অনেকে। এই প্রসঙ্গ আসতেই ইমরুলের মিনতি, ‘ভাই এগুলো বরং ভুলে যাই। সবকিছু বদলে যায়। পরের দিন কী হবে সেটাই কথা।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব

হাতে ফোসকা পড়ে গেছে ইমরুলের

স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুল