Scores

অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ‘গুজব’, দাবি আজহারের

অধিনায়কত্ব হারানোর গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি। তার দাবি, পিসিবি তার সাথে এ বিষয়ে কোনো আলোচনাই করেনি।

পাকিস্তানের নেতৃত্ব হারাচ্ছেন আজহার!
গুঞ্জনকে ‘না’ বলছেন আজহার। ফাইল ছবি

পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরতে পারছেন না আজহার। ফলে তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনই দাবি ছিল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যমগুলোর। আজহারের স্থলাভিষিক্ত হতে পারেন- এমন কয়েকজনের নামও ঘুরছিল বাতাসে।

তবে সেই গুঞ্জনকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে আজহার বলেন, ‘পিসিবি আমার সাথে এসব বিষয়ে কোনো আলোচনাই করেনি। আমিই বরং এই গুজব শুনেছি গণমাধ্যম থেকে। এটা নিয়ে কথা বলার মত কেউ আমি নই। আমি শুধু এটাই বলতে পারি যে এই বিষয়ে আমার সাথে কারও কোনো কথা হয়নি। আমি এখন এটাকে গুজব ছাড়া আর কিছু ভাবছি না।’

Also Read - শেষ বলে পাওয়া চেন্নাইয়ের জয়ে প্লে-অফে মুম্বাই


গত বছর সরফরাজ আহমেদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে আজহারের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেয় পিসিবি। যদিও তার অধীনে দলের পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট নয়। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডেও আজহারের উপর অসন্তুষ্ট বোর্ড। সাবেক অনেক ক্রিকেটারও আজহারের মাঠ ও মাঠের বাইরের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এমনকি আজহারকে টেস্ট দলেই ‘বোঝা’ মনে হচ্ছিল পিসিবির। ইংল্যান্ড সফরে দলটির সর্বশেষ টেস্টে দেড় রানের অনবদ্য ইনিংস খেলে অবশ্য ফর্ম নিয়ে সমালোচনা বন্ধ করতে সক্ষম হয়েছেন। এ যাত্রায় হয়ত বেঁচে যাবে অধিনায়কত্বও, অন্তত আজহারের বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পাকিস্তানের নেতৃত্ব হারালেন আজহার, নতুন অধিনায়কের নাম ঘোষণা

পাকিস্তানের নেতৃত্ব হারাচ্ছেন আজহার!

অধিনায়কত্ব ছাড়বেন না আজহার

ফাওয়াদের ১১ বছরের বিরতিতে বদলে গিয়েছেন কোহলি-স্মিথরা

ঐতিহাসিক ব্যাট নিলামে তুলছেন আজহার