অধিনায়কদের বিরল কীর্তিতে সোবার্স-ইমরানদের পাশে হোল্ডার
ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার এই ম্যাচেই গড়েছেন অনন্য এক কীর্তি। অধিনায়কদের বিরল এক কীর্তি গড়ে নাম লিখিয়েছেন কিংবদন্তিদের পাশে।
পাঁচ দিন ব্যাপ্তির টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া চাট্টিখানি কথা নয়। পুরো দলের ভার নিয়ে টেস্টে যে অলরাউন্ডাররা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, তাদের প্রায় সবাই-ই এখন কিংবদন্তি হিসেবে বিবেচ্য। ক্যারিয়ার শেষে হোল্ডার কিংবদন্তি বলে আখ্যায়িত হবেন কি না তা সময়ই বলে দেবে। কিন্তু অনন্য এক কীর্তি ২৬ জুলাই তাকে কিংবদন্তিদের পাশেই বসিয়েছে।
Also Read - তিন দিনেই জয়ের ভেঁপু শুনছে ইংল্যান্ড
হোল্ডারের এই কীর্তিটি অধিনায়ক হিসেবে টেস্টে একইসাথে ১০০০ রান ও ১০০ উইকেটের মালিক হওয়ার। অধিনায়কত্ব পাওয়ার পর হোল্ডারের রান সংখ্যা চার অঙ্ক ছুঁয়েছিল আগেই, বর্তমানে যা ১৬২০। এবার মাইলফলক স্পর্শ করলেন উইকেট শিকারের দিক থেকে।
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একটি উইকেট শিকার করেছেন হোল্ডার, অধিনায়ক হিসেবে যা তার শততম টেস্ট উইকেট। এই উইকেট পাওয়ার পরপরই তিনি নাম লিখিয়েছেন গ্যারি সোবার্স, ইমরান খান, কপিল দেব ও ড্যানিয়েল ভেট্টোরির পাশে। হোল্ডারের আগে এই চারজনই কেবল বিরল কীর্তিটি গড়েছিলেন।
এই তালিকায় এক বাংলাদেশির নামও আসতে পারে, তবে সেজন্য সমর্থকদের দীর্ঘ সময়ই প্রতীক্ষা করতে হবে। জুয়াড়ির গড়াপেটার প্রস্তাব লুকানোয় নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান টেস্ট অধিনায়ক হিসেবে ব্যাট হাতে করেছেন ৯১৮ রান, আর শিকার করেছেন ৬১ উইকেট।
একনজরে টেস্টে অধিনায়ক হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেট ধারণের কীর্তি গড়েছেন যারা-
নাম | ম্যাচ | রান | উইকেট | সেঞ্চুরি / ৫ উইকেট |
গ্যারি সোবার্স | ৩৯ | ৩৫২৮ | ১১৭ | ১১ / ৩ |
ইমরান খান | ৪৮ | ২৪০৮ | ১৮৭ | ৫ / ১২ |
কপিল দেব | ৩৪ | ১৩৬৪ | ১১১ | ৩ / ৪ |
ড্যানিয়েল ভেট্টোরি | ৩২ | ১৯১৭ | ১১৬ | ৪ / ৬ |
জেসন হোল্ডার | ৩৫ | ১৬২০ | ১০০ | ২ / ৭ |
Captains with a double of 1000 runs & 100 wickets in Tests. #ENGvWI pic.twitter.com/BcrXDDBsd5
— bdcrictime.com (@BDCricTime) July 26, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।