Scores

অধিনায়কের মনে নেই পুরনো যুদ্ধের দামামা

শ্রীলঙ্কা! ক্রিকেটীয় ক্ষেত্রে এই প্রতিপক্ষকে পেলেই যেন এখন মনে পড়ে যায় নিদাহাস ট্রফির কথা।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নিদাহাস ট্রফি
নিদাহাস ট্রফির আলোচিত উত্তেজনাকর মুহূর্তগুলোর একটির চিত্র। যদিও মাঠে বসে এর সাক্ষী হতে পারেননি মাশরাফি। কারণ টি-২০ ফরম্যাট থেকে নিয়েছেন অবসর! ছবি: বিডিক্রিকটাইম

তিন জাতির সেই টি-২০ সিরিজে দুইবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। দুইবারই ম্যাচ শেষ করেছিল জয়ীর আসনে থেকে। দ্বিতীয় ম্যাচে অঘোষিত ‘সেমিফাইনালে’ তো রীতিমত যুদ্ধই হয়েছিল যেন। ঐ ম্যাচের জল গড়িয়েছিল অনেকদূর পর্যন্ত। সেই ব্যাপারটির সাথে এখনও ঘুরেফিরে আসে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ কোচ হাথুরুসিংহেকে ‘ছিনিয়ে নেওয়া’র বিষয়টিও।

শনিবার আবারও সেই শ্রীলঙ্কা বাংলাদেশ দলের সামনে। তাও এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ আসরে, যেখানে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই ‘চেনা প্রতিপক্ষ’। সংবাদমাধ্যম কিংবা সমর্থকদের নাকের ডগায় ঘুরেফিরে পুরনো যুদ্ধের দামামাই বেজে উঠছে। তবে ভিন্ন চিত্র ক্রিকেটারদের ক্ষেত্রে। অধিনায়ক মাশরাফি যেমন জানালেন, প্রতিশোধ বা অহংবোধ রক্ষার মত কোনো বিষয় তাদের ভাবনায়ই নেই।

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এসব তো খেয়াল থাকে নাভালো খেলে জেতা, এটাই উদ্দেশ্য থাকেএর বাইরে কী হয়েছে, এসব ভাবার বিষয় নয়আর এগুলো মনে হয় না মাঠে কোনো গুরুত্ব আছে।’

Also Read - এই টুর্নামেন্টে অনেক চ্যালেঞ্জ : মাশরাফি


দিনশেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা। তাই এখানে কেউ কারও শত্রু নয়, বড়োজোর প্রতিপক্ষ। ‘নড়াইল এক্সপ্রেস’ মনে করিয়ে দিলেন সেটাই। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের দিকে ইঙ্গিত করে মাশরাফির ভাষ্য, ‘কেউ তো কারও শত্রু নাদলের জন্য খেলতে গেলে উত্তপ্ত মুহূর্তে মাঠে কিছু ঘটনা ঘটে যায়এসব আসলে কেউ মাথায় রাখে নাএগুলো অপ্রয়োজনীয় বিষয়।’

তবুও শ্রীলঙ্কা যখন প্রতিপক্ষের আসনে, নানা হিসেবনিকেশে বাংলাদেশের জয়ের ইচ্ছেটা যেন একটু বেড়েই যায়। তবে মাশরাফি জানালেন, এই ম্যাচকে স্বাভাবিক হিসেবেই নিচ্ছেন তারা, ‘কাল প্রতিপক্ষ ভারত-পাকিস্তান থাকলেও জেতার ওই ইচ্ছেটা একই রকম থাকতকাল অনেক বড় ম্যাচহারলে দ্বিতীয় ম্যাচেও সুযোগ থাকবেতবে যদি প্রথম ম্যাচে ভালো করতে পারি আমাদের জন্য ভালো হবেদ্বিতীয় ম্যাচটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারব।’

আরও পড়ুন: ইতি ঘটছে কলিংউডের খেলোয়াড়ি জীবনের

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’