██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অধিনায়ক গিলকে নিয়ে রোমাঞ্চিত নেহরা

আইপিএলে গুজরাটকে নেতৃত্ব দেবেন শুবমান গিল।

অধিনায়ক গিলকে নিয়ে রোমাঞ্চিত নেহরা

প্রকাশিত হয়েছে - 2024-03-17T17:07:57+06:00

আপডেট হয়েছে - 2024-03-17T17:07:57+06:00

আইপিএলের এবারের আসরে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পালন করতে দেখা যাবে শুবমান গিলকে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের নেতৃত্বগুণ দেখতে তর সইছে না গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]


গুজরাট টাইটান্সের আইপিএলে আগমন ২০২২ সালে। সেবার প্রথম আসরেই বাজিমাত করে তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শিরোপা জেতে গুজরাট। হার্দিকের নেতৃত্বে গত আসরেও রানার্সআপ হয় তারা। এবারের আসরে পুরোনো ঠিকানা মুম্বাইয়ে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। রোহিত সরিয়ে অধিনায়কত্ব করবেন হার্দিক। অন্যদিকে গুজরাটের নেতৃত্ব পেয়েছেন শুবমান গিল।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


তিন সংস্করণেই উজ্জ্বল গিল। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বারবারই। ভারতের সাবেক পেসার আশিস নেহরার কোচিংয়ে গুজরাটের অধিনায়কত্ব করবেন গিল। গিলকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মনোযোগ দিচ্ছেন নেহরা।


খুবই রোমাঞ্চিত এটা দেখতে যে, গিল কীভাবে এগোয় (অধিনায়ক হিসেবে)। পুরো ভারতই অপেক্ষায়, শুধু আমি নই।”


“সে এমন একজন, যে তিন সংস্করণেই খেলতে এবং ভালো করতে খুবই আগ্রহী। অধিনায়কের চেয়েও তাই ভালো একজন মানুষ হিসেবে তাকে গড়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি ও সাপোর্ট স্টাফ হিসেবে আমরা সত্যিই রোমাঞ্চিত। মানুষ হিসেবে সে যদি নিজেকে সমৃদ্ধ করতে পারে, সামনের পথচলায় অধিনায়ক হিসেবেও অবশ্যই আরও ভালো হয়ে উঠবে।”


ব্যাট হাতে গিলের সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকা ভোগাতে পারে গিলকে। অবশ্য গুজরাটের আগে বড় পর্যায়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল না হার্দিক পান্ডিয়ারও। পরবর্তী ভারতকেও নেতৃত্ব দিয়েছেন হার্দিক। গুজরাটের কোচ আশিস নেহরার মতে, এটা (অধিনায়কত্ব) তেমন বড় কিছু নয়। এরকম আরও অনেক নতুন অধিনায়ককেই এখন নিয়মিত দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে তুলে ধরেন শ্রেয়াস আইয়ার, নিতীশ রানাদের কথা।


নেহরা বলেন, “গুজরাট টাইটান্সের আগে হার্দিকও কোথাও নেতৃত্ব দেয়নি। এখন দশ দলের টুর্নামেন্ট এটি। এটিই প্রথম উদাহরণ নয়। এরকম অনেককেই দেখা যাবে নতুন অধিনায়ক হিসেবে… শ্রেয়াস আইয়ারকে যেমন দেখা গেছে, এমনকি গতবার নিতীশ রানা কলকাতাকে নেতৃত্ব দিয়েছে।”


“এই ছেলেদের সবার জন্য এটা দারুণ অভিজ্ঞতার সুযোগ এবং দেখা যাক, সামনে এগিয়ে কে এটা বেশি কাজে লাগাতে পারে। তবে আবারও বলছি, খেলোয়াড়ের আগে মানুষ হিসেবে ভালো হয়ে উঠতে হবে।”


ব্যাটসম্যান হিসেবে গত দুই মৌসুমে গুজরাটের হয়ে অসাধারণ ছিল গিলের পারফরম্যান্স। গত দুই আসর মিলিয়ে প্রায় ১৪৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৭৩ রান করেছেন তিনি। এই সময়ে তার চেয়ে বেশি রান আর করতে পারেননি কোনো ফ্র্যাঞ্চাইজির কেউ। নেতৃত্বের পাশাপাশি এই ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জও নিতে হবে তাকে এবার।


এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। এরই মধ্যে প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।



বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.