Scores

অধিনায়ক মাশরাফির ইতিহাস রচনা

নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে এ ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি

১৮ বছরের লম্বা ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডে নাম লিখিয়েছেন মাশরাফি। এবার সে তালিকায় যুক্ত হলো আরও একটি অভিনব কীর্তি। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে তিন সংস্করণ মিলিয়ে শততম ম্যাচে অধিনায়কত্ব করার গৌরব অর্জন করেছেন তিনি।

যা ক্রিকেট ইতিহাসের ৪০তম ঘটনা। অর্থাৎ মাশরাফির আগে নিজ দেশকে ১০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছিলেন আরও ৩৯জন ক্রিকেটার। এবার এ তালিকায় নাম লেখালেন বাংলাদেশের সফল এ অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে দলকে কেবল একটিমাত্র ম্যাচে নেতৃত্ব দিলেও ৭০টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাশরাফি। যার ফলে প্রথম বাংলাদেশি হিসেবে দুর্লভ এ কীর্তিতে সবার আগে নাম লেখাতে সক্ষম হয়েছেন তিনি।

Also Read - প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


বাংলাদেশি অধিনায়কদের মধ্যে মাশরাফির আগে এ অর্জনের হাতছানি মুশফিকুর রহিমের সামনে থাকলেও সফল হননি তিনি। তার দৌড় থেমেছিল অধিনায়কত্বের শতক হাঁকানো থেকে ৬ ম্যাচ দূরে থাকতেই। ৯৪ ম্যাচে বাংলাদেশকে সামনে থেকে তার এগিয়ে নেওয়ার পরের অবস্থানে রয়েছেন আরেক সাবেক ক্রিকেটার। তিনি হলেন হাবিবুল বাশার। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ৮৭টি আন্তর্জাতিক ম্যাচে টাইগারদের প্রতিনিধিত্ব করেন তিনি।

ক্রিকেটকে বিদায় বলায় বাশারের সামনে এ অর্জন ধরাশায়ীর সুযোগ নেই। তবে মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ অর্জনে নাম লেখানোর হাতছানি রয়েছে সাকিব আল হাসানের সামনে। এখনো অবধি ৮০টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় সুস্থ থাকলে কাঙ্ক্ষিত অর্জনে নাম লেখাতে বেগ পেতে হবে না তাকে।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে নির্দিষ্ট একটি দেশকে সবচেয়ে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ডটি এম এস ধোনির দখলে। অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগে ৩৩২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন তিনি।


আরও পড়ুনঃ সেন্ট লুসিয়ায় রুট-গ্যাব্রিয়েলের মধ্যে অদ্ভুত বিতর্ক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়াগনারের বিপক্ষে খেলতে পছন্দ করেন না তামিম!

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর