Scores

অনভিষিক্ত দুই পেসারকে নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার দলে ডাক পাচ্ছেন অনভিষিক্ত দুই পেসার। সফরকারীদের স্কোয়াড এখনও ঘোষণা করা না হলেও এই দুই পেসারকে বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত করেছেন লঙ্কান নির্বাচকরা।

অনভিষিক্ত দুই পেসারকে নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

এই দুই পেসার হলেন শিরান ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো। বিনুরা এর আগে লঙ্কানদের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। তবে আন্তর্জাতিক আঙিনায় শিরান এখনন অপরিচিত। মঙ্গলবার ২৮ বছর পূর্ণ করা শিরান তামিল ইউনিয়ন ক্লাবের হয়ে খেলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এখনও রয়েছেন আইসোলেশনে। তবে শুক্রবার (৮ মে) শেষ হবে তার আইসোলেশন।

Also Read - বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে এখনও আশাবাদী ভারত


লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফরের জন্য লঙ্কানদের স্কোয়াড ১৮ সদস্যের। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তারুণ্যনির্ভর দলের নেতৃত্বে থাকবেন কুশল পেরেরা। স্কোয়াডে থাকছেন দাসুন শানাকাও।

প্রসঙ্গত, আগামী ১৬ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় দল। ২৩, ২৫ ও ২৮ মে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। হোম অব ক্রিকেটে তিনটি ম্যাচই দিবারাত্রির।

একনজরে লঙ্কানদের সফরসূচি

তারিখকার্যক্রমভেন্যু
১৬ মে ২০২১ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা জাতীয় দল
১৭ মে ২০২১কোয়ারেন্টিন
১৮ মে ২০২১কোয়ারেন্টিন
১৯ মে ২০২১অনুশীলনবিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২০ মে ২০২১অনুশীলনবিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২১ মে ২০২১একদিনের প্রস্তুতি ম্যাচশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ মে ২০২১অনুশীলনবিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৩ মে ২০২১১ম ওয়ানডে  (দিবারাত্রি)শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৪ মে ২০২১অনুশীলন/বিশ্রামবিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৫ মে ২০২১২য় ওয়ানডে  (দিবারাত্রি)শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৬ মে ২০২১অনুশীলনবিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৭ মে ২০২১অনুশীলনবিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৮ মে ২০২১৩য় ওয়ানডে  (দিবারাত্রি)শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৯ মে ২০২১বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা

 

Related Articles

শুক্কুরের ব্যাটে ঝড়, সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান

সাকিবের নিষেধাজ্ঞা কমানোর জন্য মোহামেডানের আবেদন

ফজলের ব্যাটে পঞ্চম জয় দোলেশ্বরের

যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি সাকিব

সাকিবের কাছ থেকে এটা আশা করি না : জালাল