Scores

অনির্দিষ্টকালের জন্য বিরতি নিলেন ব্যালেন্স

ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স। চলতি রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেরও কয়েকটি ম্যাচে তাকে পাচ্ছে না তার দল ইয়র্কশায়ার। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় ইয়র্কশায়ার।

সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না গ্যারি ব্যালেন্স। ডাক পাননি ডারহামের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডেও।

২৮ বছর বয়সী এ ক্রিকেটারকে ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে বাইরে থাকতে সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ। বিবৃতিতে ইয়র্কশায়ার ক্লাব জানায়, “রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের এ সপ্তাহের কয়েকটি ম্যাচে থাকছেন না গ্যারি ব্যালেন্স। আমরা তাকে তার ব্যক্তিগত কারণে খেলা থেকে দূরে থাকার সময় দিয়েছি। আমরা এ সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করব বলে জানিয়েছি।” 

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ব্যালেন্সের। ২০১৭ সালের পর আর খেলেননি টেস্ট। টেস্টে নিজের শেষ দশ ইনিংসে নেই একটিও অর্ধশতক। তবে ২০১৭ সালে কাউন্টি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছিলেন গ্যারি ব্যালেন্স। ৬৭.৯২ গড়ে করেছিলেন ৯৫১ রান। কিন্তু এ মৌসুমে ব্যর্থ তিনি। নিজের প্রথম ইনিংসে ৮২ রান করলেও এরপরের পাঁচ ইনিংসে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। পাঁচ ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৫৫ রান।

Also Read - পিটারসেনকে বেছে নেওয়ায় বিসিসিআইয়ে তোলপাড়


জিম্বাবুয়েতে জন্ম নেওয়া ব্যালেন্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২৩ টেস্ট। ৩৭.৪৫ গড়ে রান করেছেন ১৪৯৮। হাঁকিয়েছেন চারটি শতক। রয়েছে সাতটি অর্ধশতক। ওয়ানডে খেলেছেন ১৬ টি। ২১.২১ গড়ে ওয়ানডেতে সংগ্রহ করেছেন ২৯৭ রান। ওয়ানডেতে তার অর্ধশতক রয়েছে দুইটি। নেই কোনো শতক।

২০১৪ সালে সিডনিতে অ্যাশেজে অভিষেক হয় এ বাঁহাতি ব্যাটসম্যানের। মানসিক অবসাদের কারণে বিরতি নেওয়া জোনাথান ট্রটের বদলে নেওয়া হয়েছিল ব্যালেন্সকে।

কবে ব্যালেন্স ফিরবেন এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি ইয়র্কশায়ার। ২০১৭ সালে অ্যান্ড্রু গেল থেকে ইয়র্কশায়ারের অধিনায়কত্ব পেয়েছিলেন ব্যালেন্স। ব্যালেন্সের অনুপস্থিতিতে দলটিকে নেতৃত্ব দিবেন স্টিভেন প্যাটারসন।


আরো পড়ুন : পিটারসেনকে বেছে নেওয়ায় বিসিসিআইয়ে তোলপাড়


 

Related Articles

ভিডিও : টি-টোয়েন্টি ব্লাস্টে রাদারফোর্ডের ঝড়ো সেঞ্চুরি

‘৩’ দিনের কোয়ারেন্টিনেই আইপিএলে খেলবেন ইংলিশ-অজি ক্রিকেটাররা

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন বাবর

সস্ত্রীক করোনা আক্রান্ত ইংলিশ অলরাউন্ডার উইলি