Scores

অনিশ্চিত মুশফিক, দলে লিটন

চোটের কারণে শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়। তাই  দলে নেওয়া হয়েছে লিটন কুমার দাসকে।


বুধবার ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাঁহাতের আঙুলে চোট পান তিনি। যদিও প্রাথমিক অবস্থায় বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান এ চোট গুরুতর নয়। কোনো চিড় ধরা না পড়লেও তাকে অনুশীলন থেকে এক দিনের বিশ্রাম দেওয়া হয়েছিল।

Also Read - “এবার মিডল অর্ডার একশতে একশ পাবে”


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন লিটন দাস। তবে দুই ম্যাচের ঐ টেস্ট সিরিজে কোনো বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তার সর্বোচ্চ ইনিংস ২৩ রানের। চার ইনিংস মিলিয়ে লিটন দাস করেছিলেন ৪৭ রান। এরপর চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ব্যর্থ হন তিনি। বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে খেলছেন লিটন দাস। দক্ষিণাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ০ রান করলেও অপর ইনিংসে ৮৪ রান করেন তিনি।  দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের বিপক্ষে করেছেন তিন রান।

বুধবার সাংবাদিকদের সাথে জাতীয় দলের ব্যাটসম্যান মুমিনুল হক কথা বলার সময় মুশফিকের খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান এখন ফিট আছেন মুশফিক।  প্রথম টেস্টে রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এর আগে এশিয়া কাপে পাঁজরের চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট নিয়েই খেলেছিলেন এশিয়া কাপ। এরপর চোট থেকে সেরে উঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেন ২১৯ রানের ইনিংস।

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং নাঈম হাসান।

 


আরো পড়ুনঃ ঢাকা টেস্টের গতিপথের ভবিষ্যদ্বাণী ‘কঠিন’!


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

লক্ষ্মণ-গাঙ্গুলিদের বাংলাদেশ বন্দনা

ভিডিওঃ উইন্ডিজের বিপক্ষে টাইগারদের বিজয়ের মুহূর্ত

২০ নাকি ২৩ বলে ফিফটি করেছিলেন মোসাদ্দেক?

অ্যালেনকেই ‘টার্গেট’ করেছিলেন মোসাদ্দেকরা

বাংলাদেশের জয়ে টুইটারে যত প্রতিক্রিয়া